ETV Bharat / sitara

'কার্বন'-র জন্য বেস্ট মিউজ়িক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেলেন বিশাল - music director

20 বছর পর ছায়াকার বেণুর মলায়লম ছবিতে সংগীত পরিচালনা করলেন বিশাল ভরদ্বাজ । অসাধারণ সংগীত পরিচালনার জন্য পেয়ে গেলেন বেস্ট মিউজ়িক ডিরেক্টর অ্যাওয়ার্ডও ।

বিশাল ভরদ্বাজ
author img

By

Published : Jul 29, 2019, 7:17 PM IST

তিরুবনন্তপুরম ও মুম্বই : ছায়াকার বেণুর ছবি 'কার্বন'-এ সংগীত পরিচালনা করে অ্যাওয়ার্ড পেলেন বিশাল ভরদ্বাজ । 2018 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সংগীত পরিচালনার জন্য 49 তম কেরালা স্টেট অ্যাওয়ার্ডের তরফে বেস্ট মিউজ়িক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেলেন বিশাল ।

শনিবার এই অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে । অ্যাওয়ার্ড নিতে অনুষ্ঠানে নিজেই উপস্থিত ছিলেন বিশাল । তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

মলয়ালম ছবিতে আরও একটি সাফল্যের পালক যোগ করলেন বিশাল । তিনি বলেন, "আমি বহু বছর ধরে মলয়ালম ছবি দেখছি । আমার মনে মলয়ালম ছবির জন্য অনেক সম্মান আছে । বেণু চেয়েছিল আমি তাঁর ছবিতে সংগীত পরিচালনা করি । আর হিন্দি ছাড়াও অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভা দেখানো আমার কাছে একটা ভালো অনুভূতি ।"

মলয়ালম ছবি 'কার্বন'-এ সংগীত পরিচালনার ব্যাপারে তিনি বলেন, "ছবির গল্প অনুযায়ী, খুব বেশি গভীরে যাওয়ার দরকার ছিল না । কারণ ছবির সংগীত কোনও নির্দিষ্ট ভাষার দাবি করে না । কারণ ছবিটি মানবিকতার উপর ভিত্তি করে তৈরি । আমি গীতিকারের সঙ্গে কাজের আলোচনা করি । দু সপ্তাহ কেরালাতে থেকে ছবির অ্যাল্বাম তৈরি করি ।"

7 টি ন্যাশানাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মিউজ়িক ডিরেক্টর বিশাল ভরদ্বাজের কর্মজীবনের ইতিহাস কোনও রাজার থেকে কম নয় । যে ভাষারই ছবি হোক, বিশালের সংগীত নিজের মধ্যেই একটা গাম্ভীর্য বহন করে । 20 বছর আগে ছায়াকার বেণুর প্রথম মলয়ালম ছবি 'দয়া'-তে সংগীত পরিচালনা করে নিজের প্রতিভা তুলে ধরেছিলেন । এবার 20 বছর পর তাঁরই ছবি 'কার্বন'-এ সংগীত পরিচালনা করে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিলেন বিশাল ।

তিরুবনন্তপুরম ও মুম্বই : ছায়াকার বেণুর ছবি 'কার্বন'-এ সংগীত পরিচালনা করে অ্যাওয়ার্ড পেলেন বিশাল ভরদ্বাজ । 2018 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সংগীত পরিচালনার জন্য 49 তম কেরালা স্টেট অ্যাওয়ার্ডের তরফে বেস্ট মিউজ়িক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেলেন বিশাল ।

শনিবার এই অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে । অ্যাওয়ার্ড নিতে অনুষ্ঠানে নিজেই উপস্থিত ছিলেন বিশাল । তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

মলয়ালম ছবিতে আরও একটি সাফল্যের পালক যোগ করলেন বিশাল । তিনি বলেন, "আমি বহু বছর ধরে মলয়ালম ছবি দেখছি । আমার মনে মলয়ালম ছবির জন্য অনেক সম্মান আছে । বেণু চেয়েছিল আমি তাঁর ছবিতে সংগীত পরিচালনা করি । আর হিন্দি ছাড়াও অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভা দেখানো আমার কাছে একটা ভালো অনুভূতি ।"

মলয়ালম ছবি 'কার্বন'-এ সংগীত পরিচালনার ব্যাপারে তিনি বলেন, "ছবির গল্প অনুযায়ী, খুব বেশি গভীরে যাওয়ার দরকার ছিল না । কারণ ছবির সংগীত কোনও নির্দিষ্ট ভাষার দাবি করে না । কারণ ছবিটি মানবিকতার উপর ভিত্তি করে তৈরি । আমি গীতিকারের সঙ্গে কাজের আলোচনা করি । দু সপ্তাহ কেরালাতে থেকে ছবির অ্যাল্বাম তৈরি করি ।"

7 টি ন্যাশানাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মিউজ়িক ডিরেক্টর বিশাল ভরদ্বাজের কর্মজীবনের ইতিহাস কোনও রাজার থেকে কম নয় । যে ভাষারই ছবি হোক, বিশালের সংগীত নিজের মধ্যেই একটা গাম্ভীর্য বহন করে । 20 বছর আগে ছায়াকার বেণুর প্রথম মলয়ালম ছবি 'দয়া'-তে সংগীত পরিচালনা করে নিজের প্রতিভা তুলে ধরেছিলেন । এবার 20 বছর পর তাঁরই ছবি 'কার্বন'-এ সংগীত পরিচালনা করে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিলেন বিশাল ।

Intro:Body:

Vishal Bhaardvaaj


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.