ETV Bharat / sitara

'পাতাল লোক'-এর প্রযোজক অনুষ্কাকে নিয়ে গর্বিত বিরাট - বিরাট কোহলির খবর

এর মধ্যেই 'পাতাল লোক' দেখে ফেলেছেন বিরাট কোহলি । আর এই ওয়েব সিরিজ়ের প্রযোজক অনুষ্কা শর্মাকে নিয়ে গর্বিত তিনি ।

Virat Kohli is proud of patal lok producer Anushka Sharma
Virat Kohli is proud of patal lok producer Anushka Sharma
author img

By

Published : May 17, 2020, 5:39 PM IST

মুম্বই : 'পাতাল লোক' নিয়ে শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্য়ে । স্ট্রিমিংয়ের দু'দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে এই ওয়েব সিরিজ় । দর্শকের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও । স্ত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত এই প্রথম ওয়েব সিরিজ় খুব উপভোগ করলেন বিরাট ।

একটি সেলফি পোস্ট করছেন বিরাট । সবেমাত্র 'পাতাল লোক' দেখা শেষ হয়েছে তখন তাঁর, পরদায় জ্বলজ্বল করছে সিরিজ়টির পোস্টার ।

ক্যাপশনে ক্রিকেটার লিখেছেন, "একটু আগেই 'পাতাল লোক' দেখা শেষ করলাম । আমি জানতাম স্টোরিটেলিং, চিত্রনাট্য ও অভিনয়, এই প্রতিটা দিক থেকেই এটা একটা মাস্টারপিস হতে চলেছে । আর এখন তো দর্শকের প্রতিক্রিয়ায় এটা প্রমাণিত যে আমি ঠিক ভেবেছিলাম ।"

এরপর বিরাট লিখেছেন, "মাই লাভ অনুষ্কা শর্মা, তোমায় নিয়ে আমি গর্বিত এমন একটা টানটান ওয়েব সিরিজ় প্রযোজনা করার জন্য ।" দেখে নিন বিরাটের পোস্ট..

মুম্বই : 'পাতাল লোক' নিয়ে শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্য়ে । স্ট্রিমিংয়ের দু'দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে এই ওয়েব সিরিজ় । দর্শকের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও । স্ত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত এই প্রথম ওয়েব সিরিজ় খুব উপভোগ করলেন বিরাট ।

একটি সেলফি পোস্ট করছেন বিরাট । সবেমাত্র 'পাতাল লোক' দেখা শেষ হয়েছে তখন তাঁর, পরদায় জ্বলজ্বল করছে সিরিজ়টির পোস্টার ।

ক্যাপশনে ক্রিকেটার লিখেছেন, "একটু আগেই 'পাতাল লোক' দেখা শেষ করলাম । আমি জানতাম স্টোরিটেলিং, চিত্রনাট্য ও অভিনয়, এই প্রতিটা দিক থেকেই এটা একটা মাস্টারপিস হতে চলেছে । আর এখন তো দর্শকের প্রতিক্রিয়ায় এটা প্রমাণিত যে আমি ঠিক ভেবেছিলাম ।"

এরপর বিরাট লিখেছেন, "মাই লাভ অনুষ্কা শর্মা, তোমায় নিয়ে আমি গর্বিত এমন একটা টানটান ওয়েব সিরিজ় প্রযোজনা করার জন্য ।" দেখে নিন বিরাটের পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.