ETV Bharat / sitara

সিদ্ধার্থের জন্য বিদ্যার কাছে স্পেশাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড - সিদ্ধার্থ রয় কাপুর

বিদ্যা বালনের কাছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড খুবই স্পেশাল । কারণ সেখানেই স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর ।

ে্ি
ে্ি
author img

By

Published : Feb 3, 2020, 4:17 PM IST

Updated : Feb 3, 2020, 4:57 PM IST

মুম্বই : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অভিনেত্রী বিদ্যা বালনের কাছে খুবই স্পেশাল । কারণ, 'পা' ছবির জন্য প্রথমবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি । আর সেখানেই প্রথমবার সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে পরিচয় হয় তাঁর ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা বলেন, "অমিতাভ বচ্চন ও অভিষেকের সঙ্গে 'পা' ছবিতে অভিনয় করেছিলাম । ওই সিনেমার জন্য প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলাম । এতটাই আনন্দ হয়েছিল যে কোনও কথাই বলতে পারছিলাম না । অ্যাওয়ার্ড নেওয়ার পর স্টেজে ছোটো বক্তব্য রাখি । এরপর স্টেজ থেকে নেমে যে মানুষের সঙ্গে আমার পরিচয় হয় তিনি আমার স্বামী । সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে আমার তখন পরিচয় হয় । কিন্তু, তখন জানতাম না যে কয়েক বছর পর আমার সঙ্গে তার বিয়ে হবে । তাই ফিল্মফেয়ার আমার কাছে এতটা স্পেশাল ।"

দেখউন ভিডিয়ো

2019 সালের 4 ডিসেম্বর 10 বছর পূরণ করেছিল 'পা' ছবিটি । নস্টালজিক হয়ে পড়েছিলেন বিদ্যা । ছবিতে অমিতাভের 'অরো' হয়ে ওঠার কাহিনি শেয়ার করেন তিনি । এমনকী ওই ছবিতে কাজ করে খুব ভালো লেগেছিল বলেও জানান ।

ওই ছবি সম্পর্কে বিদ্যা বলেন, "আমার জন্য 'পা' একটা ল্যান্ডমার্ক ছবি । আমার মধ্যে যে মাতৃত্বের অনুভূতি রয়েছে সেটা জেগে উঠেছিল শুধুমাত্র এই ছবির জন্য । আর অমিতাভ বচ্চনের অরো হয়ে ওঠার জার্নির সাক্ষী ছিলাম আমি । সবথেকে বড় বিষয় পরিচালক বালকির সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল । সব চরিত্র সঙ্গেই খুব স্বাভাবিকভাবে কথা বলতেন তিনি । অনেক কিছু শিখেছি ।"

কাজের দিক থেকে শেষবার 'মিশন মঙ্গল' ছবিতে দেখা গিয়েছিল বিদ্যাকে । এখন আপাতত 'শকুন্তলা দেবী' নিয়ে ব্যস্ত তিনি । এর পাশাপাশি 'নটখট' নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অভিনেত্রী বিদ্যা বালনের কাছে খুবই স্পেশাল । কারণ, 'পা' ছবির জন্য প্রথমবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি । আর সেখানেই প্রথমবার সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে পরিচয় হয় তাঁর ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা বলেন, "অমিতাভ বচ্চন ও অভিষেকের সঙ্গে 'পা' ছবিতে অভিনয় করেছিলাম । ওই সিনেমার জন্য প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলাম । এতটাই আনন্দ হয়েছিল যে কোনও কথাই বলতে পারছিলাম না । অ্যাওয়ার্ড নেওয়ার পর স্টেজে ছোটো বক্তব্য রাখি । এরপর স্টেজ থেকে নেমে যে মানুষের সঙ্গে আমার পরিচয় হয় তিনি আমার স্বামী । সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে আমার তখন পরিচয় হয় । কিন্তু, তখন জানতাম না যে কয়েক বছর পর আমার সঙ্গে তার বিয়ে হবে । তাই ফিল্মফেয়ার আমার কাছে এতটা স্পেশাল ।"

দেখউন ভিডিয়ো

2019 সালের 4 ডিসেম্বর 10 বছর পূরণ করেছিল 'পা' ছবিটি । নস্টালজিক হয়ে পড়েছিলেন বিদ্যা । ছবিতে অমিতাভের 'অরো' হয়ে ওঠার কাহিনি শেয়ার করেন তিনি । এমনকী ওই ছবিতে কাজ করে খুব ভালো লেগেছিল বলেও জানান ।

ওই ছবি সম্পর্কে বিদ্যা বলেন, "আমার জন্য 'পা' একটা ল্যান্ডমার্ক ছবি । আমার মধ্যে যে মাতৃত্বের অনুভূতি রয়েছে সেটা জেগে উঠেছিল শুধুমাত্র এই ছবির জন্য । আর অমিতাভ বচ্চনের অরো হয়ে ওঠার জার্নির সাক্ষী ছিলাম আমি । সবথেকে বড় বিষয় পরিচালক বালকির সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল । সব চরিত্র সঙ্গেই খুব স্বাভাবিকভাবে কথা বলতেন তিনি । অনেক কিছু শিখেছি ।"

কাজের দিক থেকে শেষবার 'মিশন মঙ্গল' ছবিতে দেখা গিয়েছিল বিদ্যাকে । এখন আপাতত 'শকুন্তলা দেবী' নিয়ে ব্যস্ত তিনি । এর পাশাপাশি 'নটখট' নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ।

Intro:Body:Conclusion:
Last Updated : Feb 3, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.