ETV Bharat / sitara

মুক্তি পেল 'শকুন্তলা দেবী-হিউম্যান কম্পিউটার'-এর টিজ়ার - বিদ্যা বালান ফিল্ম টিজ়ার

বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী-হিউম্যান কম্পিউটার'-এর টিজ়ার মুক্তি পেল আজ ।

Shakuntala Devi movie teaser
author img

By

Published : Oct 15, 2019, 3:43 PM IST

মুম্বই : 'মানব কম্পিউটার' শকুন্তলা দেবীকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন। 1982 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। লিখেছেন অসংখ্য বই। তাঁর লেখা 'দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস' বইটিকে ভারতের সর্বপ্রথম হোমোসেক্সুয়ালিটি সম্পর্কিত বই হিসেবে গণ্য করা হয়।

এরকম একজন প্রতিভাবান মহিলার চরিত্রে অভিনয় করছেন আরও এক প্রতিভাবান অভিনেত্রী বিদ্য়া বালান। সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। আজ মুক্তি পেল ছবিটির টিজ়ার।

টিজ়ারে দেখা যাচ্ছে যে, বিদ্যা তাঁর আঙুলে নাচাচ্ছেন ম্যাথমেটিক অপারেশনগুলোকে। যেন গণিত তাঁর হাতের মুঠোয়। ছোটো চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্যাকে একেবারে মানানসয়ী লাগছে শকুন্তলা দেবীর সঙ্গে।

ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করছেন সান্যা মালহোত্র। আপাতত লন্ডনে চলছে ছবির শুটিং। দেখে নিন নতুন টিজ়ারটি...

মুম্বই : 'মানব কম্পিউটার' শকুন্তলা দেবীকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন। 1982 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। লিখেছেন অসংখ্য বই। তাঁর লেখা 'দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস' বইটিকে ভারতের সর্বপ্রথম হোমোসেক্সুয়ালিটি সম্পর্কিত বই হিসেবে গণ্য করা হয়।

এরকম একজন প্রতিভাবান মহিলার চরিত্রে অভিনয় করছেন আরও এক প্রতিভাবান অভিনেত্রী বিদ্য়া বালান। সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। আজ মুক্তি পেল ছবিটির টিজ়ার।

টিজ়ারে দেখা যাচ্ছে যে, বিদ্যা তাঁর আঙুলে নাচাচ্ছেন ম্যাথমেটিক অপারেশনগুলোকে। যেন গণিত তাঁর হাতের মুঠোয়। ছোটো চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্যাকে একেবারে মানানসয়ী লাগছে শকুন্তলা দেবীর সঙ্গে।

ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করছেন সান্যা মালহোত্র। আপাতত লন্ডনে চলছে ছবির শুটিং। দেখে নিন নতুন টিজ়ারটি...

Intro:Body:

মুক্তি পেল 'শকুন্তলা দেবী-হিউম্যান কম্পিউটার'-এর টিজ়ার



বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী-হিউম্যান কম্পিউটার'-এর টিজ়ার মুক্তি পেল আজ ।



মুম্বই : 'মানব কম্পিউটার' শকুন্তলা দেবীকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন। 1982 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। লিখেছেন অসংখ্য বই। তাঁর লেখা 'দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস' বইটিকে ভারতের সর্বপ্রথম হোমোসেক্সুয়ালিটি সম্পর্কিত বই হিসেবে গণ্য করা হয়।



এরকম একজন প্রতিভাবান মহিলার চরিত্রে অভিনয় করছেন আরও এক প্রতিভাবান অভিনেত্রী বিদ্য়া বালান। সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। আজ মুক্তি পেল ছবিটির টিজ়ার।



টিজ়ারে দেখা যাচ্ছে যে, বিদ্যা তাঁর আঙুলে নাচাচ্ছেন ম্যাথমেটিক অপারেশনগুলোকে। যেন গণিত তাঁর হাতের মুঠোয়। ছোটো চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্যাকে একেবারে মানানসয়ী লাগছে শকুন্তলা দেবীর সঙ্গে।



ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করছেন সান্যা মালহোত্র। আপাতত লন্ডনে চলছে ছবির শুটিং। দেখে নিন নতুন টিজ়ারটি...  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.