মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যেন বলিউড এক নতুন খেলায় মেতেছে । সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে চলছে হরেক রকম ব্লেম গেম । একদিকে মুম্বই পুলিশ তদন্ত চালাচ্ছে নিজের মতো, অন্যদিকে কঙ্গনা রানাওয়াত খুলে বসেছেন নিজের বিচারসভা । এছাড়া সোশাল মিডিয়ায় নেটিজেনদেরও কোনও বিরাম নেই । এই অবস্থায় বিদ্যা কী চাইলেন জানেন ?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিদ্যা বললেন, "আমরা সত্যিই জানি না সুশান্ত ঠিক কেন ওঁর জীবন শেষ করে দিল । তাই ওঁকে শ্রদ্ধা জানানোর হলে আমাদের চুপ থাকা উচিত । যে কেউ নিজের মতো করে কোনও থিওরি তৈরি করতে পারে, তবে সেটা তো ঠিক নয় ।"
শুধু সুশান্ত নয়, সুশান্তের পরিবার, ওঁর প্রিয়জনদের কথা ভেবেও আমাদের একটু চুপ করে থাকার প্রয়োজন..মনে করেন বিদ্যা ।
তিনি আরও বলেন. "যে তাঁর নিজের জীবন শেষ করে দিয়েছে, তাঁর মৃত্যুর জন্য কাউকে ওভাবে দায়ি করা যায় না । সুশান্তকে সত্যিই একটু শান্তিতে থাকতে দিই আমরা এবার ।"
বলিডউ কি বিদ্যার কথা মানবে ? উত্তর দেবে সময়..