মুম্বই : কোনও ধরাবাঁধা নিয়ম মানতে চান না বিদ্যা বালান । শুধু নিজের মনকে ফলো করতে চান তিনি । কারণ একটা সময়ের পর বিদ্যা বুঝতে শিখেছেন যে, নিজের মনের কথা শুনলে সবসময় তার সুফল পাওয়া যায় ।
বিদ্যা বললেন, "আমি কোনও বিপ্লবী নই । আমি দেখেছি যে, কেউ যখনই সবার প্রত্যাশা অনুযায়ী কাজ করে না, তাকে বিপ্লবী তকমা দিয়ে দেওয়া হয় । কিন্তু, আমার বিপ্লবী হওয়ার কোনও ইচ্ছে নেই । আমি সেটাই করি যেটা আমি করতে চাই, ব্যাস ।"
নিজের ফিল্ম নিয়ে কারও সঙ্গে আলোচনা করেন না বিদ্যা । বললেন, "আমি আমার ফিল্ম নিয়ে কারও সঙ্গে আলোচনা করি না, এমনকি আমার টিমের সঙ্গেও নয় । কারণ দিনের শেষে আমাকে সেই চরিত্রটায় বাঁচতে হবে, আমায় সেই চরিত্রটার সঙ্গে থাকতে হবে । তাই আমার সিদ্ধান্তটাই আসল ।"
সেই ফলও পান বিদ্যা । তাঁর করা প্রতিটা চরিত্র মানুষের মনে থেকে যায় । সেটা 'পা'-এর ডক্টর বিদ্যা হোক বা 'মিশন মঙ্গল'-এর তারা শিন্ডে ।
তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'শকুন্তলা দেবী' বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছে দর্শকের থেকে । আপাতত সেই ভালো লাগাটার মধ্যেই থাকতে চান বিদ্যা । এছাড়াও রয়েছে তাঁর পরবর্তী প্রোজেক্ট 'শেরনি'-র কাজ । তবে কোরোনার কারণে কবে থেকে সেই প্রোজেক্ট শুরু করতে পারবেন, সন্দেহে বিদ্যা ।