ETV Bharat / sitara

স্যাম বাহাদুরের চরিত্রে অন্য় ভিকি.. - বলিউড স্টার

ভালো অভিনেতারা যে কোনও চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে। ভিকি কৌশল সেই ক্যাটেগরির অভিনেতাদের মধ্যে অন্যতম। 'মাসান'-এর দীপকের সঙ্গে 'উরি'-র বিহান সিং শেরগিলের আকাশ-পাতাল তফাৎ। আবার 'সঞ্জু'-র কামলির থেকে একেবারেই আলাদা 'রাজ়ি'-র ইকবাল সৈয়দ। এবার দর্শককে নতুন চমক দিতে ভিকি নতুন অবতারে।

ভিকি কৌশল
author img

By

Published : Jun 27, 2019, 1:05 PM IST

মুম্বই : মেঘনা গুলজ়ার পরিচালিত 'রাজ়ি'-তে ভিকির অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। ভিকি আর মেঘনার যুগলবন্দী দেখার জন্য সেই থেকে মুখিয়ে ছিল দর্শক। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি। আর ছবিটির পরিচালনায় মেঘনা গুলজ়ার। সামনে এল ভিকির লুক।

ছবিটি শেয়ার ভিকি ক্যাপশনে লিখেছেন, "ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁর মতো এই দুঃসাহসী, নির্ভীক জাতীয়তাবাদী মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সম্মানিত, আবেগপ্রবণ ও গর্বিত।"

স্যাম মানেকশ
স্যাম মানেকশ

আজ স্যাম মানেকশয়ের মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানাতে আজই ভিকির লুক প্রকাশ্যে আনা হয়েছে।

ফিল্ড মার্শাল ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ব়্যাঙ্ক। মানেকশ প্রথম ভারতীয় যাঁকে এই ব়্য়াঙ্কে প্রোমোট করা হয়। সাহসীকতার জন্য তাঁকে 'স্যাম বাহাদুর' বলে সম্বোধন করা হত।

মুম্বই : মেঘনা গুলজ়ার পরিচালিত 'রাজ়ি'-তে ভিকির অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। ভিকি আর মেঘনার যুগলবন্দী দেখার জন্য সেই থেকে মুখিয়ে ছিল দর্শক। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি। আর ছবিটির পরিচালনায় মেঘনা গুলজ়ার। সামনে এল ভিকির লুক।

ছবিটি শেয়ার ভিকি ক্যাপশনে লিখেছেন, "ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁর মতো এই দুঃসাহসী, নির্ভীক জাতীয়তাবাদী মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সম্মানিত, আবেগপ্রবণ ও গর্বিত।"

স্যাম মানেকশ
স্যাম মানেকশ

আজ স্যাম মানেকশয়ের মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানাতে আজই ভিকির লুক প্রকাশ্যে আনা হয়েছে।

ফিল্ড মার্শাল ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ব়্যাঙ্ক। মানেকশ প্রথম ভারতীয় যাঁকে এই ব়্য়াঙ্কে প্রোমোট করা হয়। সাহসীকতার জন্য তাঁকে 'স্যাম বাহাদুর' বলে সম্বোধন করা হত।

Intro:Body:

ভালো অভিনেতারা যে কোনও চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে। ভিকি কৌশল সেই ক্যাটেগরির অভিনেতাদের মধ্যে অন্যতম। 'মাসান'-এর দীপকের সঙ্গে 'উরি'-র বিহান সিং শেরগিলের আকাশ-পাতাল তফাৎ। আবার 'সঞ্জু'-র কামলির থেকে একেবারেই আলাদা 'রাজ়ি'-র ইকবাল সৈয়দ। এবার দর্শককে নতুন চমক দিতে ভিকি নতুন অবতারে।



মুম্বই : মেঘনা গুলজ়ার পরিচালিত 'রাজ়ি'-তে ভিকির অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। ভিকি আর মেঘনার যুগলবন্দী দেখার জন্য সেই মুখিয়ে ছিল দর্শক। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি। আর ছবিটির পরিচালনায় মেঘনা গুলজ়ার। সামনে এল ভিকির প্রথম লুক।



ছবিটি শেয়ার ভিকি ক্যাপশনে লিখেছেন, "ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁর মতো এই দুঃসাহসী, নির্ভীক জাতীয়তাবাদী মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সম্মানিত, আবেগপ্রবণ ও গর্বিত।"



আজ স্যাম মানেকশয়ের মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানাতে আজই ভিকির লুক প্রকাশ্যে আনা হয়েছে।



ফিল্ড মার্শাল ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ব়্যাঙ্ক। মানেকশ প্রথম ভারতীয় যাঁকে এই ব়্য়াঙ্কে প্রোমোট করা হয়। সাহসীকতার জন্য তাঁকে 'স্যাম বাহাদুর' বলে সম্বোধন করা হত।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.