ETV Bharat / sitara

লকডাউনের জেরে সমস্যা হয়নি 'সর্দার উধম সিং'-এর নির্মাতাদের - সর্দার উধম সিং

লকডাউনের জেরে খুব একটা সমস্যায় পড়তে হয়নি 'সর্দার উধম সিং'-এর নির্মাতাদের । সম্প্রতি IANS-কে একথা জানিয়েছেন পরিচালক সুজিত সরকার ।

োে্
োে্
author img

By

Published : Jun 17, 2020, 2:34 PM IST

মুম্বই : লকডাউনের জেরে তেমন একটা সমস্যায় পড়তে হয়নি 'সর্দার উধম সিং'-এর নির্মাতাদের । ছবির শুটিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল । তবে লকডাউনের জেরে শুরু করা যাচ্ছিল না পোস্ট প্রোডাকশনের কাজ । ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সুজিত সরকার ।

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল । লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল ছবির কাজ । তবে এবার পুরো দমে শুরু হতে চলেছে সব কিছু । কয়েকদিন আগেই শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ । এ প্রসঙ্গে সুজিত বলেন, "আমি বলছি না যে কোরোনার জন্য আমাদের ছবির খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । সেটা বললে ভুল বলা হবে । আসলে শুটিং আমরা শেষ করে ফেলেছিলাম । এখন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছি । এর জন্য অনেকটাই সময় লাগবে । আর লকডাউনের জেরে তা করা সম্ভব হয়নি । পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি পেয়েছি আমরা । কিন্তু, কীভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না । ধীরে ধীরে কাজ শুরু করছি । যাতে এটা সামনে বছর মুক্তি পেতে পারে ।"

গত বছর জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের 100 বছর পূরণ হয়েছে । সেই বিষয়কে মাথায় রেখেই সর্দার উধম সিংয়ের বায়োপিক আনতে চলেছেন নির্মাতারা । গল্প লিখেছেন রিতেশ শাহ ও শুভেন্দু ভট্টাচার্য । সান ফিল্মস প্রোডাকশন হাউজ় রয়েছে প্রযোজনার দায়িত্বে ।

সর্দার উধম সিং । 1919 সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের নৃশংসতার বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন । সেই মতোই বিদেশে পাড়ি দেন । ফিরে এসে হত্যা করেছিলেন মাইকেল ও'ডয়ারকে । জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সময় পঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল । এই হত্যার অপরাধে 1940 সালে ফাঁসি হয় উধম সিংয়ের । আর এই চরিত্রেই অভিনয় করবেন ভিকি ।

12 জুন মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার 'গুলাবো সিতাবো'। পরিচালনা করেন সুজিত । প্রথমে হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ থাকায় বাধ্য হয়ে তা অ্যামাজ়ন প্রাইমে রিলিজ় করেন পরিচালক ।

মুম্বই : লকডাউনের জেরে তেমন একটা সমস্যায় পড়তে হয়নি 'সর্দার উধম সিং'-এর নির্মাতাদের । ছবির শুটিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল । তবে লকডাউনের জেরে শুরু করা যাচ্ছিল না পোস্ট প্রোডাকশনের কাজ । ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সুজিত সরকার ।

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল । লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল ছবির কাজ । তবে এবার পুরো দমে শুরু হতে চলেছে সব কিছু । কয়েকদিন আগেই শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ । এ প্রসঙ্গে সুজিত বলেন, "আমি বলছি না যে কোরোনার জন্য আমাদের ছবির খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । সেটা বললে ভুল বলা হবে । আসলে শুটিং আমরা শেষ করে ফেলেছিলাম । এখন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছি । এর জন্য অনেকটাই সময় লাগবে । আর লকডাউনের জেরে তা করা সম্ভব হয়নি । পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি পেয়েছি আমরা । কিন্তু, কীভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না । ধীরে ধীরে কাজ শুরু করছি । যাতে এটা সামনে বছর মুক্তি পেতে পারে ।"

গত বছর জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের 100 বছর পূরণ হয়েছে । সেই বিষয়কে মাথায় রেখেই সর্দার উধম সিংয়ের বায়োপিক আনতে চলেছেন নির্মাতারা । গল্প লিখেছেন রিতেশ শাহ ও শুভেন্দু ভট্টাচার্য । সান ফিল্মস প্রোডাকশন হাউজ় রয়েছে প্রযোজনার দায়িত্বে ।

সর্দার উধম সিং । 1919 সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের নৃশংসতার বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন । সেই মতোই বিদেশে পাড়ি দেন । ফিরে এসে হত্যা করেছিলেন মাইকেল ও'ডয়ারকে । জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সময় পঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল । এই হত্যার অপরাধে 1940 সালে ফাঁসি হয় উধম সিংয়ের । আর এই চরিত্রেই অভিনয় করবেন ভিকি ।

12 জুন মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার 'গুলাবো সিতাবো'। পরিচালনা করেন সুজিত । প্রথমে হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ থাকায় বাধ্য হয়ে তা অ্যামাজ়ন প্রাইমে রিলিজ় করেন পরিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.