মুম্বই : অবশেষে কয়েক মাস পর ফের শুটিং ফ্লোরে ফিরলেন ভিকি কৌশল । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে একথা অনুরাগীদের জানিয়েছেন তিনি ।
দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । এমনকী, বন্ধ হয়ে যায় সিনেমা হল । সেই সময়টা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন তারকারা । বাদ যাননি ভিকিও । অবশেষে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে সরকারি অনুমতি পেয়ে শুরু হয় শুটিংয়ের কাজ । ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন অক্ষয় কুমার, আমির খান, করিনা কাপুর খান, তাপসী পান্নু সহ অনেকেই । আর এবার এই তালিকায় যুক্ত হলেন ভিকিও ।
সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ভিকি । সেখানে মেকআপ রুমের আয়নার সামনে স্ক্রিপ্ট হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর সেটে ফিরে খুব খুশি তিনি । সেটা অবশ্য তাঁর হাসি থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে । ছবির ক্যাপশনে লেখেন, "শুভ আরম্ভ"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে কোন ছবির শুটিং তিনি করেছেন তা অবশ্য জানা যায়নি । এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । ছবির কমেন্ট বক্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই ।