মুম্বই : ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী হার্লিন শেট্টির ব্রেকআপের পর থেকেই ক্যাটরিনার সঙ্গে জোড়া হয়েছে তাঁকে । তবে সম্পর্ককে স্বীকার বা অস্বীকার কোনওটাই করেননি ভিকি-ক্যাটরিনা । এই প্রথমবার এই বিষয়ে মুখ খুললেন ভিকি ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, "ডেটিং কি কখনও খারাপ হতে পারে ? একটা দারুণ অনুভূতি ।" খুব দক্ষতার সঙ্গে বিষয়টা এড়িয়ে গেলেন ভিকি । ডেটিং দারুণ অনুভূতি স্বীকার করে নিলেও কাকে ডেটিং করছেন সেই বিষয়ে কিছুই বললেন না তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পাপারাৎজ়িদের অতি কৌতুহল নিয়ে প্রতিবাদ জানিয়ে অভিনেতা বলেন, "আমি জানি পাপারাৎজ়িরা তাদের কাজ করেন । আমি এটাও জানি যে, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বিস্তর কৌতুহল, পাবলিক ফিগার হওয়ার ধর্ম এটা । তবে আমি কী শেয়ার করব আর করব না সেটা আমার হাতে ।"
নরম হয়ে অভিনেতা বলেন, "ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রচার করতে কমফর্টেবল নই আমি । সুন্দর অনুভূতিকে আমি ব্য়ক্তিগত রাখতে চাই ।" ভিকির এই মন্তব্য ভিকি-ক্যাটরিনার সম্পর্কের গুজবকে আরও একটু চাগিয়ে দিল, মনে করছেন নেটিজেনরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ক্যাটরিনা ।