ETV Bharat / sitara

প্রকাশ্যে 'কুলি নম্বর ১'-র মোশন পোস্টার - poster

কয়েকদিন আগে কুলির ব্যাজ শেয়ার করে 'কুলি নম্বর ১' নিয়ে দর্শকদের জানিয়েছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । আজ ছবির প্রথম মোশন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি । আগামীকাল ফার্স্ট লুক আসছে বলেও জানান অভিনেতা ।

মোশন পোস্টার
author img

By

Published : Aug 11, 2019, 4:32 PM IST

মুম্বই : আজ অভিনেতা বরুণ ধাওয়ান প্রকাশ্যে আনলেন তাঁর পরবর্তী ছবি 'কুলি নম্বর ১'-র মোশন পোস্টার । সঙ্গে আগামীকাল তাঁর ফার্স্ট লুক সামনে আনবেন বলেও ঘোষণা করেন তিনি ।

32 বছর বয়সি অভিনেতা সোশাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে এই খবর শেয়ার করেছেন । ইনস্টাগ্রামেও একই পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "তৈরি হয়ে যান । আগামীকাল ফার্স্ট লুক #coolie #coolie #coolie"

লাল জামা, সাদা প্য়ান্ট । কুলির পোশাকে অভিনেতা তাঁর মুখ লুকিয়েছেন অনেক ব্যাগের পিছনে । বরুণের নতুন লুকের ঝলক দেখা যাবে আগামীকাল । পোস্টারে লেখা, "অনুমান করুন কে আসছেন ?"

এর আগে রেলওয়ের দেওয়া কুলিদের একটি ব্যাজের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা । ছবির মুক্তি নিয়ে দর্শকদের জানাতে এইভাবে ঘোষণা করেছিলেন বরুণ ধাওয়ান ।

ছবিটির শুটিং হচ্ছে ব্যাংককে । 1995-এ মুক্তিপ্রাপ্ত 'কুলি নম্বর ১'-র রিমেকে বরুণ ধাওয়ানের সঙ্গে সারা আলি খানকেও দেখা যাবে ।

আসল ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন গোবিন্দা ও করিশ্মা কাপুর । ছবিটির পরিচালনা করেছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান ।

এদিকে রেমো ডি'সুজ়ার পরিচালনায় 'স্ট্রিট ডান্সার ৩ডি'-র শুটিং শেষ করেছেন অভিনেতা । বরুণের বিপরীতে ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর ।

মুম্বই : আজ অভিনেতা বরুণ ধাওয়ান প্রকাশ্যে আনলেন তাঁর পরবর্তী ছবি 'কুলি নম্বর ১'-র মোশন পোস্টার । সঙ্গে আগামীকাল তাঁর ফার্স্ট লুক সামনে আনবেন বলেও ঘোষণা করেন তিনি ।

32 বছর বয়সি অভিনেতা সোশাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে এই খবর শেয়ার করেছেন । ইনস্টাগ্রামেও একই পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "তৈরি হয়ে যান । আগামীকাল ফার্স্ট লুক #coolie #coolie #coolie"

লাল জামা, সাদা প্য়ান্ট । কুলির পোশাকে অভিনেতা তাঁর মুখ লুকিয়েছেন অনেক ব্যাগের পিছনে । বরুণের নতুন লুকের ঝলক দেখা যাবে আগামীকাল । পোস্টারে লেখা, "অনুমান করুন কে আসছেন ?"

এর আগে রেলওয়ের দেওয়া কুলিদের একটি ব্যাজের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা । ছবির মুক্তি নিয়ে দর্শকদের জানাতে এইভাবে ঘোষণা করেছিলেন বরুণ ধাওয়ান ।

ছবিটির শুটিং হচ্ছে ব্যাংককে । 1995-এ মুক্তিপ্রাপ্ত 'কুলি নম্বর ১'-র রিমেকে বরুণ ধাওয়ানের সঙ্গে সারা আলি খানকেও দেখা যাবে ।

আসল ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন গোবিন্দা ও করিশ্মা কাপুর । ছবিটির পরিচালনা করেছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান ।

এদিকে রেমো ডি'সুজ়ার পরিচালনায় 'স্ট্রিট ডান্সার ৩ডি'-র শুটিং শেষ করেছেন অভিনেতা । বরুণের বিপরীতে ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর ।

Intro:Body:

coolie no. 1


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.