মুম্বই : প্রয়াত বরুণ ধাওয়ানের মাসি । আজ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই খবরটি ফ্যানদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা নিজেই ।
ইনস্টাগ্রামে মাসির সঙ্গে তোলা পুরোনো একটি ছবি শেয়ার করেন বরুণ । সেখানে হাসি মুখে মাসিকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবির ক্যাপশনে বরুণ লেখেন, "লাভ ইউ মাসি । তোমার আত্মার শান্তি কামনা করি ।" এর পাশাপাশি ক্যাপশনে গায়ত্রী মন্ত্রও লেখেন বরুণ ।
ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন একাধিক তারকা । শোকপ্রকাশ করেন সবাই ।
সোনম কাপুর লেখেন, "বরুণ শুনে খুব খারাপ লাগল ।" শোকপ্রকাশ করেছেন নুসরত ভারুচাও।
মাসির সঙ্গে বরুণের বন্ডিং খুবই বালো । মাঝে মধ্য়েই মাসির সঙ্গে ছবি তুলে পোস্ট করতেন তিনি । এমনকী, আন্তর্জাতিক মাতৃদিবসে মায়ের পাশাপাশি মাসিকেও শুভেচ্ছা জানিয়েছিলেন ।