ETV Bharat / sitara

দিনরাত কীসের অপেক্ষায় বরুণ ?

দিনরাত একটাই জিনিসের অপেক্ষায় বরুণ ধাওয়ান । সেটা কী ? কোরোনার ভ্যাক্সিন ।

varun dhawan waits for vaccine
varun dhawan waits for vaccine
author img

By

Published : Aug 25, 2020, 9:02 PM IST

মুম্বই : সারা পৃথিবী এখন একটাই জিনিসের অপেক্ষায় রয়েছে । তাড়াতাড়ি যেন কোরোনার ভ্যাক্সিনটা এসে যায় । বরুণ ধাওয়ানও তার ব্যতিক্রম নন । দিনরাত তাঁর কাটছে কোরোনা ভ্যাক্সিনের অপেক্ষায় ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বরুণ । উলটো শুয়ে একটা সেলফি ক্লিক করেছেন তিনি । চোখেমুখে একটা বিব্রত ভাব । কী ভাবছেন অভিনেতা ?

ক্যাপশনেই পরিষ্কার জানিয়েছেন বরুণ । লিখেছেন, "এখন রাতদিন, ভ্যাক্সিনের অপেক্ষায় আমি..." সোনু নিগমের গাওয়া 'অব মুঝে রাত দিন, তুমহারা হি খেয়াল হ্যায়' গানের লাইনটি ধার করে ক্যাপশনটা লিখেছেন অভিনেতা ।

দেখে নিন তাঁর পোস্ট...

বরুণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'স্ট্রিট ডান্সার 3D' । আপাতত বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় 'কুলি নম্বর ওয়ান'-এর রিমেকে সারার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ।

মুম্বই : সারা পৃথিবী এখন একটাই জিনিসের অপেক্ষায় রয়েছে । তাড়াতাড়ি যেন কোরোনার ভ্যাক্সিনটা এসে যায় । বরুণ ধাওয়ানও তার ব্যতিক্রম নন । দিনরাত তাঁর কাটছে কোরোনা ভ্যাক্সিনের অপেক্ষায় ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বরুণ । উলটো শুয়ে একটা সেলফি ক্লিক করেছেন তিনি । চোখেমুখে একটা বিব্রত ভাব । কী ভাবছেন অভিনেতা ?

ক্যাপশনেই পরিষ্কার জানিয়েছেন বরুণ । লিখেছেন, "এখন রাতদিন, ভ্যাক্সিনের অপেক্ষায় আমি..." সোনু নিগমের গাওয়া 'অব মুঝে রাত দিন, তুমহারা হি খেয়াল হ্যায়' গানের লাইনটি ধার করে ক্যাপশনটা লিখেছেন অভিনেতা ।

দেখে নিন তাঁর পোস্ট...

বরুণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'স্ট্রিট ডান্সার 3D' । আপাতত বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় 'কুলি নম্বর ওয়ান'-এর রিমেকে সারার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.