ETV Bharat / sitara

দিনমজুরদের সাহায্য করতে ভার্চুয়ালি ডেট করবেন বাণী - বাণী কাপুরের খবর

এবার বাণী কাপুরের সঙ্গে মিলবে ভার্চুয়াল ডেট করার সুযোগ । আর এই অ্যাক্টিভিটির মাধ্য়মে সংগৃহীত অর্থ তিনি খরচ করবেন দিনমজুরদের সেবায় ।

vaani kapoor virtual date
vaani kapoor virtual date
author img

By

Published : May 30, 2020, 1:01 PM IST

মুম্বই : অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়ার পর এবার বাণী কাপুর । ভার্চুয়াল ডেটের মাধ্যমে ফান্ড তৈরি করতে চলেছেন বাণী । আর সেই ফান্ড ব্যয় করা হবে দিনমজুরদের খাওয়ানোর জন্য ।

IANS-কে বাণী জানিয়েছেন, "মানুষ হিসেবে আমাদের সকলের এগিয়ে আসা উচিত আর যতজন মানুষকে সম্ভব সাহায্য করা উচিত । লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে এই দেশের দিনমজুর ও তাঁদের পরিবারকে সাহায্য করতে আমার যতটুকু করা সম্ভব আমি করছি ।"

পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছেন অভিনেত্রী । জানিয়েছেন, "আমার অ্যাক্টিভিটি, যেখানে পাঁচ জন লাকি উইনার আমার সঙ্গে ভার্চুয়াল ডেট করার সুযোগ পাবেন,তাঁরা আমাদের ফান্ড সংগ্রহ করতে দেখতে পারবেন, দিনমজুরদের খাওয়ানোর সময়ও আমাদের সঙ্গে থাকতে পারবেন ।"

vaani kapoor virtual date
.

অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেবেন বাণী । প্রতি প্লেট 30 টাকা হিসেবে মহারাষ্ট্র, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে সেই খাবার । ভাত, ডাল, সবজি, রুটি ছাড়াও থাকবে আরও কিছু ।

এই পুরো প্রক্রিয়াটার জন্য বাণী হাত মিলিয়েছেন অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুরের অনলাইন ফান্ড রেজ়িং প্ল্যাটফর্ম 'ফ্যানকাইন্ড'-এর সঙ্গে ।

মুম্বই : অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়ার পর এবার বাণী কাপুর । ভার্চুয়াল ডেটের মাধ্যমে ফান্ড তৈরি করতে চলেছেন বাণী । আর সেই ফান্ড ব্যয় করা হবে দিনমজুরদের খাওয়ানোর জন্য ।

IANS-কে বাণী জানিয়েছেন, "মানুষ হিসেবে আমাদের সকলের এগিয়ে আসা উচিত আর যতজন মানুষকে সম্ভব সাহায্য করা উচিত । লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে এই দেশের দিনমজুর ও তাঁদের পরিবারকে সাহায্য করতে আমার যতটুকু করা সম্ভব আমি করছি ।"

পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছেন অভিনেত্রী । জানিয়েছেন, "আমার অ্যাক্টিভিটি, যেখানে পাঁচ জন লাকি উইনার আমার সঙ্গে ভার্চুয়াল ডেট করার সুযোগ পাবেন,তাঁরা আমাদের ফান্ড সংগ্রহ করতে দেখতে পারবেন, দিনমজুরদের খাওয়ানোর সময়ও আমাদের সঙ্গে থাকতে পারবেন ।"

vaani kapoor virtual date
.

অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেবেন বাণী । প্রতি প্লেট 30 টাকা হিসেবে মহারাষ্ট্র, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে সেই খাবার । ভাত, ডাল, সবজি, রুটি ছাড়াও থাকবে আরও কিছু ।

এই পুরো প্রক্রিয়াটার জন্য বাণী হাত মিলিয়েছেন অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুরের অনলাইন ফান্ড রেজ়িং প্ল্যাটফর্ম 'ফ্যানকাইন্ড'-এর সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.