মুম্বই : লকডাউনের মধ্যে মুম্বইতে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । আর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা সোনু সুদ । ইতিমধ্যেই তাঁর এই উদ্য়োগের প্রশংসা করেছেন বিভিন্ন তারকা থেকে শুরু করে নেটিজ়েনরা । আর এবার তাঁকে ধন্যবাদ জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ।
মুম্বইতে আটকে থাকা উত্তরাখণ্ডের পরিযায়ী শ্রমিকদের বিমানে করে রাজ্যে ফেরান সোনু । এই উদ্যোগে খুশি হয়ে ধন্যবাদ জানানোর জন্য তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী । এরপর টুইট করে সেকথা জানান তিনি । লেখেন, "ফোনে অভিনেতা সোনু সুদের সঙ্গে কথা হয়েছে । পরিযায়ী শ্রমিকদের মুম্বই থেকে উত্তরাখণ্ডে ফেরাতে তিনি যে সাহায্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ । সোনু সহ তাঁর মতো একাধিক ধার্মিক ও সামাজিক সংগঠনগুলি যেভাবে পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরতে সাহায্য করছে তা যথেষ্ট প্রশংসনীয় কাজ ।"
-
आदरणीय @tsrawatbjp जी आप से फ़ोन पर बात कर बहुत अच्छा लगा। आपने जिस सादगी और गर्मजोशी से मेरे प्रयासों की सराहना की उससे मेरे को और बल मिलता है। मैं जल्द ही बद्री-केदार दर्शनार्थ, उत्तराखंड आऊँगा और आपसे मिलूँगा।
— sonu sood (@SonuSood) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
जय बाबा केदार। भगवान बद्रीविशाल की जय। https://t.co/Br90N24Jpf
">आदरणीय @tsrawatbjp जी आप से फ़ोन पर बात कर बहुत अच्छा लगा। आपने जिस सादगी और गर्मजोशी से मेरे प्रयासों की सराहना की उससे मेरे को और बल मिलता है। मैं जल्द ही बद्री-केदार दर्शनार्थ, उत्तराखंड आऊँगा और आपसे मिलूँगा।
— sonu sood (@SonuSood) June 6, 2020
जय बाबा केदार। भगवान बद्रीविशाल की जय। https://t.co/Br90N24Jpfआदरणीय @tsrawatbjp जी आप से फ़ोन पर बात कर बहुत अच्छा लगा। आपने जिस सादगी और गर्मजोशी से मेरे प्रयासों की सराहना की उससे मेरे को और बल मिलता है। मैं जल्द ही बद्री-केदार दर्शनार्थ, उत्तराखंड आऊँगा और आपसे मिलूँगा।
— sonu sood (@SonuSood) June 6, 2020
जय बाबा केदार। भगवान बद्रीविशाल की जय। https://t.co/Br90N24Jpf
পাশাপাশি সোনুকে উত্তরাখণ্ডে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । কোরোনা পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পরই সোনুকে ওই রাজ্যে ঘুরতে যেতে বলেন তিনি ।
ত্রিবেন্দ্র সিংয়ের ওই পোস্ট দেখার পর পালটা টুইট করেন সোনু । তিনি লেখেন, "ত্রিবেন্দ্র সিং রাওয়াতজি আপনার সঙ্গে ফোনে কথা হয়ে খুব ভালো লাগল । আমি যেভাবে আমার কাজের প্রশংসা করেছেন তা আমাকে আরও শক্তি জুগিয়েছে । আমি খুব তাড়াতাড়ি উত্তরাখণ্ডের বদ্রী-কেদার দর্শন করতে যাব । আর তখন আপনার সঙ্গে দেখাও করব ।"
কাজের জন্য মুম্বইতে থাকতেন এই সব শ্রমিকরা । কিন্তু, লকডাউন জারি হওয়ায় বাড়ি ফিরতে পারছিলেন না তাঁরা । এদিকে এই সময় হাতে কাজ না থাকায় সমস্যায় পড়েছিলেন । তাই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সোনু । সরকারের অনুমতি নিয়ে বাসের ব্যবস্থা করে ফেলেন তিনি । আর এভাবেই মুম্বইতে আটকে থাকা কর্নাটক, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারের একাধিক শ্রমিককে বাড়ি পাঠান ।
এর আগে সোনুর এই উদ্যোগের প্রশংসা করেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ও রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাতিল ।