ETV Bharat / sitara

বিকিনিতে উর্বশী, বললেন হাসি ছড়িয়ে দিতে - urvashi urges all to spread smiles

বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন উর্বশী । ছবির ক্যাপশনে লেখেন, "ভাইরাসের পরিবর্তে হাসি ছড়িয়ে দিন"।

dfg
xg
author img

By

Published : Mar 30, 2020, 6:26 PM IST

মুম্বই : কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । সবার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে আতঙ্ক । আর এই পরিস্থিতিকে একটু হালকা করতে নিজের বিকিনি পরা ছবি শেয়ার করলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা । ছবির ক্যাপশনে সবাইকে ভাইরাসের পরিবর্তে হাসি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি ।

অনেকদিন আগে মালদ্বীপে গিয়েছিলেমন উর্বশী । তখনই সমুদ্রের মাঝে বেশ কিছু ছবি তুলেছিলেন তিনি । আর এখন সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করলেন । নীল বিকিনিতে চড়া রোদের মধ্যে ছবিতে তোলেন তিনি । সমুদ্রের রঙের সঙ্গে তাঁর বিকিনির রং মিলে মিশে একাকার । ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট ও লাইক করতে শুরু করেন ফ্যানরা ।

কোরোনা আতঙ্কের মধ্যে এখন কার্যত গৃহবন্দী আম জনতার পাশাপাশি তারকারও । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । এর মধ্যে কেউ রান্না করে, কেউ ঘর পরিষ্কার করে, কেউ বই পড়ে আবার কেউ ছবি এঁকে সময় কাটাচ্ছেন । আর এই পরিস্থিতির মধ্যে প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে চলেছেন উর্বশী । হোম কোয়ারেন্টাইনে থাকার সময় ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করছেন তিনি । আর সেই ছবি শেয়ার করছেন সোশাল মিডিয়ায় । ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন সেই ছবি ।

কাজের দিক থেকে শেষবার উর্বশীকে দেখা গিয়েছিল মাল্টিস্টারার কমেডি ছবি 'পাগলপন্তি'-তে । এরপর কমেডি ছবি 'ভার্জিন ভানুপ্রিয়া'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । তবে পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে ততদিন শুরু হবে না ছবির কাজ । তাই এখন আপাতত সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন সবাই ।

মুম্বই : কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । সবার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে আতঙ্ক । আর এই পরিস্থিতিকে একটু হালকা করতে নিজের বিকিনি পরা ছবি শেয়ার করলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা । ছবির ক্যাপশনে সবাইকে ভাইরাসের পরিবর্তে হাসি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি ।

অনেকদিন আগে মালদ্বীপে গিয়েছিলেমন উর্বশী । তখনই সমুদ্রের মাঝে বেশ কিছু ছবি তুলেছিলেন তিনি । আর এখন সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করলেন । নীল বিকিনিতে চড়া রোদের মধ্যে ছবিতে তোলেন তিনি । সমুদ্রের রঙের সঙ্গে তাঁর বিকিনির রং মিলে মিশে একাকার । ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট ও লাইক করতে শুরু করেন ফ্যানরা ।

কোরোনা আতঙ্কের মধ্যে এখন কার্যত গৃহবন্দী আম জনতার পাশাপাশি তারকারও । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । এর মধ্যে কেউ রান্না করে, কেউ ঘর পরিষ্কার করে, কেউ বই পড়ে আবার কেউ ছবি এঁকে সময় কাটাচ্ছেন । আর এই পরিস্থিতির মধ্যে প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে চলেছেন উর্বশী । হোম কোয়ারেন্টাইনে থাকার সময় ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করছেন তিনি । আর সেই ছবি শেয়ার করছেন সোশাল মিডিয়ায় । ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন সেই ছবি ।

কাজের দিক থেকে শেষবার উর্বশীকে দেখা গিয়েছিল মাল্টিস্টারার কমেডি ছবি 'পাগলপন্তি'-তে । এরপর কমেডি ছবি 'ভার্জিন ভানুপ্রিয়া'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । তবে পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে ততদিন শুরু হবে না ছবির কাজ । তাই এখন আপাতত সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.