মুম্বই : কয়েকদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে উর্বশী রাউটেলার 'ভার্জিন ভানুপ্রিয়া'। এই ছবিতে এক কলেজ ছাত্রীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । আর এই ছবির জন্য নিজেকে অনেকদিন ধরেই প্রস্তুত করেন তিনি । সাত কেজি ওজনও বাড়াতে হয়েছিল তাঁকে ।
সম্প্রতি ছবিতে নিজের চরিত্র সম্পর্কে উর্বশী বলেন, "ভানুপ্রিয়ার চরিত্রর জন্য আমাকে সাত কেজি ওজন বাড়াতে হয়েছিল । আসলে অভিনয়ের পাশাপাশি অভিনেতাদের চরিত্রর জন্য নিজেকে প্রস্তুত করতে হয় । কারণ ভানুপ্রিয়ার চরিত্র আমার থেকে একেবারেই আলাদা । আর স্ক্রিনে এই চরিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন ছিল । তাই আমি অন্যভাবে ভানুপ্রিয়াকে তুলে ধরতে চেয়েছিলাম । তার ব্যক্তিগত সমস্যাগুলো তুলে ধরাও খুবই গুরুত্বপূর্ণ ছিল ।"
এই ছবিতে একজন কলেজ ছাত্রী ভানুপ্রিয়ার চরিত্রে দেখা গিয়েছে উর্বশীকে । কীভাবে সে ভার্জিনিটি লুজ় করবে তা নিয়েই তৈরি ছবিটি । আসলে ভানুপ্রিয়া এমন একজন কলেজ ছাত্রী যে মনে করে এখন ভার্জিনিটি লুস করা কোনও বড় বিষয় নয় । যদিও তার প্রতিটা চেষ্টাই ব্যর্থ হয়ে যায় । তার কাছে ভার্জিনিটি লুস করা একটা বড় কাজ হয়ে দাঁড়ায় । সে ভার্জিনিটি লুস করতে পারবে কি না তা নিয়েই তৈরি ছবিটি ।
এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌতম গুলাটি, অর্চনা পূরণ সিং, দেলনাজ় ইরানি, রাজীব গুপ্ত, বিজেন্দ্র কালা, নিকি আনেজা ওয়ালিয়া ও রুমানা মোল্লা । ছবিটি পরিচালনা করেছেন অজয় লোহান । 16 জুলাই ডিজিটালে মুক্তি পায় ছবিটি ।