ETV Bharat / sitara

মোদির যোগাসনকে অনুকরণ করে 'ব্যঙ্গ' টুঙ্কেলের! - Twinkle Khanna imitates Modi

উত্তরাখণ্ডে গিয়ে যোগাসনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে নেটিজেনরা। তবে এবার প্রধানমন্ত্রীর যোগাসনকে অনুকরণ করে 'ব্যঙ্গ' করলেন অভিনেত্রী টুঙ্কেল খান্না!

ফোটো সৌজন্য টুইটার
author img

By

Published : May 21, 2019, 12:34 PM IST

মুম্বই : আগাগোরাই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করে থাকেন টুঙ্কেল খান্না। সম্প্রতি মোদির উত্তরভারত ভ্রমণ নিয়েও টুইট করতে ছাড়েননি অভিনেত্রী।

টুঙ্কেল টুইট করে লেখেন, "শেষ কয়েকদিনে বিভিন্ন ধরনের আধ্য়াত্মিক ছবি দেখে তোমরা লিখে রাখো। আমি এখন 'মেডিটেশন ফোটোগ্রাফি-পোজ়েস অ্যান্ড অ্যাঙ্গেল' নিয়ে একটা ওয়ার্কশপ শুরু করতে চলেছি। আমার মনে হচ্ছে যে ওয়েডিং ফোটোগ্রাফির পর এটাই বড় একটা বিষয় হতে চলেছে।"

  • Folks please sign up-After seeing so many spiritual images in the last few days-I am now starting a series of workshops ‘Meditation Photography-Poses and Angles’ I have a feeling after wedding photography this is going to be the next big thing :) #AJokeADayMayKeepJillSane pic.twitter.com/uYP4FpQvYX

    — Twinkle Khanna (@mrsfunnybones) May 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি অক্ষয় কুমার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সাক্ষাৎকারেই মোদিকে নিয়ে টুঙ্কেলের টুইট প্রসঙ্গে কথা বলেছিলেন মোদি। তিনি জানিয়েছিলেন যে টুঙ্কেলের প্রত্যেকটা টুইট তিনি পড়েন।

যদিও এতে টুঙ্কেলের কোনও যায় আসে না। বরং তিনি খোলা মনে টুইট করতেই ব্য়স্ত।

মুম্বই : আগাগোরাই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করে থাকেন টুঙ্কেল খান্না। সম্প্রতি মোদির উত্তরভারত ভ্রমণ নিয়েও টুইট করতে ছাড়েননি অভিনেত্রী।

টুঙ্কেল টুইট করে লেখেন, "শেষ কয়েকদিনে বিভিন্ন ধরনের আধ্য়াত্মিক ছবি দেখে তোমরা লিখে রাখো। আমি এখন 'মেডিটেশন ফোটোগ্রাফি-পোজ়েস অ্যান্ড অ্যাঙ্গেল' নিয়ে একটা ওয়ার্কশপ শুরু করতে চলেছি। আমার মনে হচ্ছে যে ওয়েডিং ফোটোগ্রাফির পর এটাই বড় একটা বিষয় হতে চলেছে।"

  • Folks please sign up-After seeing so many spiritual images in the last few days-I am now starting a series of workshops ‘Meditation Photography-Poses and Angles’ I have a feeling after wedding photography this is going to be the next big thing :) #AJokeADayMayKeepJillSane pic.twitter.com/uYP4FpQvYX

    — Twinkle Khanna (@mrsfunnybones) May 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি অক্ষয় কুমার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সাক্ষাৎকারেই মোদিকে নিয়ে টুঙ্কেলের টুইট প্রসঙ্গে কথা বলেছিলেন মোদি। তিনি জানিয়েছিলেন যে টুঙ্কেলের প্রত্যেকটা টুইট তিনি পড়েন।

যদিও এতে টুঙ্কেলের কোনও যায় আসে না। বরং তিনি খোলা মনে টুইট করতেই ব্য়স্ত।

Intro:Body:

মোদির  যোগাসনকে অনুকরণ করে 'ব্যঙ্ক' টুঙ্কেলের!

উত্তরাখণ্ডে গিয়ে যোগাসনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে নেটিজেনরা। তবে এবার প্রধানমন্ত্রীর যোগাসনকে অনুকরণ করে 'ব্যঙ্ক' করলেন অভিনেত্রী টুঙ্কেল খান্না!

মুম্বই : আগাগোরাই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করে থাকেন টুঙ্কেল খান্না। সম্প্রতি মোদির উত্তরভারত ভ্রমণ নিয়েও টুইট করতে ছাড়েননি অভিনেত্রী।

টুঙ্কেল টুইট করে লেখেন, "শেষ কয়েকদিনে বিভিন্ন ধরনের আধ্য়াত্মিক ছবি দেখে তোমরা লিখে রাখো। আমি এখন  'মেডিটেশন ফোটোগ্রাফি-পোজ়েস অ্যান্ড অ্যাঙ্গেল'  নিয়ে একটা ওয়ার্কশপ শুরু করতে চলেছি। আমার মনে হচ্ছে যে ওয়েডিং ফোটোগ্রাফির পর এটাই বড় একটা বিষয় হতে চলেছে।"

সম্প্রতি অক্ষয় কুমার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সাক্ষাৎকারেই মোদিকে নিয়ে টুঙ্কেলের টুইট প্রসঙ্গে কথা বলেছিলেন মোদি। তিনি জানিয়েছিলেন যে টুঙ্কেলের প্রত্যেকটা টুইট তিনি পড়েন।

যদিও এতে টুঙ্কেলের কোনও যায় আসে না। বরং তিনি খোলা মনে টুইট করতেই ব্য়স্ত।

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.