ETV Bharat / sitara

শুধু 'সড়ক 2' নয়, এবার OTT অ্যাপকেই বয়কটের ডাক সোশাল মিডিয়ায় - সড়ক 2

এতদিন 'সড়ক 2'-কে বয়কটের ডাক দিয়েছিল সোশাল মিডিয়া । মহেশ ভাটের মতো পরিচালক, আলিয়া ভাট-পূজা ভাট-সঞ্জয় দত্ত-আদিত্য রায় কাপুরের মতো প্রভাবশালীদের সিনেমা না দেখার দাবি জানিয়েছিলেন নেটিজেনরা । এবার তাদের রোষ গিয়ে পড়ল ডিজ়নি হটস্টারের উপর, যেখানে মুক্তি পাবে 'সড়ক 2' ।

Sadak 2 OTT platform
Sadak 2 OTT platform
author img

By

Published : Aug 11, 2020, 6:59 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নেপোকিডদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে নেটিজেনরা । কোনও প্রমাণ ছাড়াই সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের কিছু মানুষকে দায়ি করে চলেছে মিডিয়া থেকে শুরু করে সোশাল মিডিয়া । ভারতীয় বিচারব্যবস্থার আগেই নিজেদের মতামত জানাচ্ছেন তারা, শোনাচ্ছেন শাস্তি । এই অবস্থার মধ্যেই মুক্তি পেতে চলেছে 'সড়ক 2' ।

ফলে স্বাভাবিকভাবেই এই ছবি ভালো রিসেপশন পাচ্ছে না দর্শকের কাছে । এতদিন ছবিকে বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনরা, আর এবার সেই OTT অ্যাপকেই আনইনস্টল করার দাবি জানলেন তারা । টুইটারে ট্রেন্ড করল #UninstallHotstar ।

কেউ লিখেছেন, "নেপোমিটারে দেখাচ্ছে মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' ছবির 98 শতাংশ টিম মেম্বার নেপোটিজ়মের প্রোডাক্ট । #BoycottSadak2 #UninstallHotstar ।"

তো কারও মতে, "ওরা ছবিটি রিলিজ় করার জন্য কোনও প্ল্যাটফর্ম পায়নি । তাই হটস্টারকে বেছে নিয়েছে । আমরাও ওদের একটা শিক্ষা দিতে প্রস্তুত । নিজেদের সুপারস্টার মনে করার অহংকার ওদের ঘুচিয়ে দেব ।"

কেউ সরাসরি লিখেছেন, "আমি হটস্টারকে আনইনস্টল করছি । নেপো প্রোডাক্টদের তৈরি কোনও ছবি আমি দেখব না । আপনারাও আনইনস্টল করুন । #ArrestRhea #UninstallHotstar ।"

ডিজ়নি হটস্টারে 28 অগাস্ট মুক্তি পাবে 'সড়ক 2' । কী হবে সেই দিন ? অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ভালোবাসার সড়ক ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নেপোকিডদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে নেটিজেনরা । কোনও প্রমাণ ছাড়াই সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের কিছু মানুষকে দায়ি করে চলেছে মিডিয়া থেকে শুরু করে সোশাল মিডিয়া । ভারতীয় বিচারব্যবস্থার আগেই নিজেদের মতামত জানাচ্ছেন তারা, শোনাচ্ছেন শাস্তি । এই অবস্থার মধ্যেই মুক্তি পেতে চলেছে 'সড়ক 2' ।

ফলে স্বাভাবিকভাবেই এই ছবি ভালো রিসেপশন পাচ্ছে না দর্শকের কাছে । এতদিন ছবিকে বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনরা, আর এবার সেই OTT অ্যাপকেই আনইনস্টল করার দাবি জানলেন তারা । টুইটারে ট্রেন্ড করল #UninstallHotstar ।

কেউ লিখেছেন, "নেপোমিটারে দেখাচ্ছে মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' ছবির 98 শতাংশ টিম মেম্বার নেপোটিজ়মের প্রোডাক্ট । #BoycottSadak2 #UninstallHotstar ।"

তো কারও মতে, "ওরা ছবিটি রিলিজ় করার জন্য কোনও প্ল্যাটফর্ম পায়নি । তাই হটস্টারকে বেছে নিয়েছে । আমরাও ওদের একটা শিক্ষা দিতে প্রস্তুত । নিজেদের সুপারস্টার মনে করার অহংকার ওদের ঘুচিয়ে দেব ।"

কেউ সরাসরি লিখেছেন, "আমি হটস্টারকে আনইনস্টল করছি । নেপো প্রোডাক্টদের তৈরি কোনও ছবি আমি দেখব না । আপনারাও আনইনস্টল করুন । #ArrestRhea #UninstallHotstar ।"

ডিজ়নি হটস্টারে 28 অগাস্ট মুক্তি পাবে 'সড়ক 2' । কী হবে সেই দিন ? অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ভালোবাসার সড়ক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.