ETV Bharat / sitara

মুক্তি পেল সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার - sushant in dil bechara

মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার । ট্রেলার জুড়ে রয়েছেন সঞ্জনা ও সুশান্ত । এছাড়াও দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জিকে । সঞ্জনার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা ।

োে
োে্
author img

By

Published : Jul 6, 2020, 4:42 PM IST

Updated : Jul 6, 2020, 4:55 PM IST

মুম্বই : অবশেষে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার । কিজ়ি ও ম্যানির সম্পর্ক ও জীবনের সঙ্গে লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে এই ট্রেলারে ।

ট্রেলার শুরু হয় কিজ়ি বাসু অর্থাৎ সঞ্জনা সাঙ্ঘির গল্প দিয়ে । যদিও ট্রেলারের প্রথম ঝলকেই দেখা গিয়েছে প্রাণবন্ত সুশান্তকে । কিজ়ি ক্যানসারে আক্রান্ত । বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে । মুখে হাসি প্রায় নেই বললেই চলে । ঠিক সেই সময় তার জীবনে আসে ম্যানি অর্থাৎ সুশান্ত । কিজ়ির ফেকাশে জীবনকে আনন্দে ভরিয়ে তোলে সে ।

ম্যানি এমন একজন মানুষ যে জীবনটা সম্পূর্ণভাবে উপভোগ করতে জানে । কীভাবে খারাপ মুহূর্তগুলোকে সুন্দর করে তুলতে হয় তা তার ভালোমতোই জানা । তার মতে, "কবে জন্মাব, কবে মরব সেটা আমরা ঠিক করতে পারি না । কিন্তু, জীবনটা কীভাবে কাটাব সেটা আমরা ঠিক করতে পারি ।"

এভাবেই ম্যানির জন্য স্বপ্ন দেখতে শুরু করে কিজ়ি । বাঁচতে ইচ্ছে করে তার । প্রথম দিকে ম্যানিকে খারাপ লাগলেও, ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয় কিজ়ির মনে । কীভাবে জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করে কাটানো সম্ভব সেটাই কিজ়িকে বোঝায় ম্যানি । আর এভাবেই এগোতে থাকে ছবির গল্প ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে সুশান্ত ও সঞ্জনার পাশাপাশি দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জিকে । কিজ়ির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা ।

যদিও ট্রেলার বা ছবি কোনওটাই আর দেখা হল না সুশান্তের । তার আগেই চিরনিদ্রায় চলে গেলেন তিনি । তবে এই ট্রেলারের অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা । আর সেই কারণে ট্রেলার মুক্তির কয়েক মিনিটের মধ্যেই 1 লাখ ছাড়িয়ে যায় ভিউয়ার্স সংখ্যা । ইনস্টাগ্রামে ট্রেলারটি পোস্ট করেছেন সঞ্জনাও । সুশান্তকে মিস করছেন বলে ক্যাপশনে জানিয়েছেন তিনি ।

24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । এখন তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ।

মুম্বই : অবশেষে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার । কিজ়ি ও ম্যানির সম্পর্ক ও জীবনের সঙ্গে লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে এই ট্রেলারে ।

ট্রেলার শুরু হয় কিজ়ি বাসু অর্থাৎ সঞ্জনা সাঙ্ঘির গল্প দিয়ে । যদিও ট্রেলারের প্রথম ঝলকেই দেখা গিয়েছে প্রাণবন্ত সুশান্তকে । কিজ়ি ক্যানসারে আক্রান্ত । বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে । মুখে হাসি প্রায় নেই বললেই চলে । ঠিক সেই সময় তার জীবনে আসে ম্যানি অর্থাৎ সুশান্ত । কিজ়ির ফেকাশে জীবনকে আনন্দে ভরিয়ে তোলে সে ।

ম্যানি এমন একজন মানুষ যে জীবনটা সম্পূর্ণভাবে উপভোগ করতে জানে । কীভাবে খারাপ মুহূর্তগুলোকে সুন্দর করে তুলতে হয় তা তার ভালোমতোই জানা । তার মতে, "কবে জন্মাব, কবে মরব সেটা আমরা ঠিক করতে পারি না । কিন্তু, জীবনটা কীভাবে কাটাব সেটা আমরা ঠিক করতে পারি ।"

এভাবেই ম্যানির জন্য স্বপ্ন দেখতে শুরু করে কিজ়ি । বাঁচতে ইচ্ছে করে তার । প্রথম দিকে ম্যানিকে খারাপ লাগলেও, ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয় কিজ়ির মনে । কীভাবে জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করে কাটানো সম্ভব সেটাই কিজ়িকে বোঝায় ম্যানি । আর এভাবেই এগোতে থাকে ছবির গল্প ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে সুশান্ত ও সঞ্জনার পাশাপাশি দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জিকে । কিজ়ির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা ।

যদিও ট্রেলার বা ছবি কোনওটাই আর দেখা হল না সুশান্তের । তার আগেই চিরনিদ্রায় চলে গেলেন তিনি । তবে এই ট্রেলারের অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা । আর সেই কারণে ট্রেলার মুক্তির কয়েক মিনিটের মধ্যেই 1 লাখ ছাড়িয়ে যায় ভিউয়ার্স সংখ্যা । ইনস্টাগ্রামে ট্রেলারটি পোস্ট করেছেন সঞ্জনাও । সুশান্তকে মিস করছেন বলে ক্যাপশনে জানিয়েছেন তিনি ।

24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । এখন তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ।

Last Updated : Jul 6, 2020, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.