ETV Bharat / sitara

প্রকাশ্যে টাইগারের 'গণপথ' লুক - action film

'গণপথ'-এর মোশন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেন টাইগার । তার ক্যাপশনে লেখেন, "এই ছবি আমার কাছে খুবই স্পেশাল । আপনাদের কাছেও স্পেশাল হয়ে উঠবে ! #গণপথ...আরও অ্যাকশন, থ্রিল ও বিনোদনের জন্য প্রস্তুত হয়ে যান !"

A
dasd
author img

By

Published : Nov 5, 2020, 6:50 PM IST

মুম্বই : টাইগার শ্রফের আপকামিং ছবি 'গণপথ'। ছবির পরতে পরতে অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে । আজই মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার ।

এই ছবির মোশন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেন টাইগার । তার ক্যাপশনে লেখেন, "এই ছবি আমার কাছে খুবই স্পেশাল । আপনাদের কাছেও স্পেশাল হয়ে উঠবে ! #গণপথ...আরও অ্যাকশন, থ্রিল ও বিনোদনের জন্য প্রস্তুত হয়ে যান !"

পোস্টারে ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে টাইগারকে । যদিও তাঁর মুখ দেখা যায়নি । আর তাঁর চারপাশে আগুন জ্বলছে । এই ভিডিয়োতে টাইগার বলেন, "যখন আমি খুব রেগে যাই তখন খুব মারধর করি ।"

এই ছবির আরও অনেক সিকুয়েল তৈরি করা হবে বলে জানা গিয়েছে । কারণ মোশন পোস্টারের উপরে লেখা রয়েছে 'গণপথ পার্ট 1'। ছবিটি পরিচালনা করছেন বিকাশ বহল । এর আগে 'কুইন' ও 'সুপার 30'-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি ।

এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত টাইগার । তিনি বলেন, "এখনও পর্যন্ত আমি যতগুলি ছবি করেছি তার মধ্যে এই ছবি আমার কাছে একেবারেই আলাদা । কারণ এই ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করব তা আগে কখনও করিনি ।"

ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি ভাগনানি । এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, "আমি টাইগারকে একজন গ্লোবাল স্টার হিসেবে দেখি । তাঁর মধ্যে সব ধরনের সম্ভাবনা ও উপাদান রয়েছে যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে । তাঁর ছবিতে অ্যাকশনের সঙ্গে একটা আন্তর্জাতিক ছোঁয়া থাকে, যা গোটা বিশ্বের সব ধরনের দর্শকের কাছেই গ্রহণযোগ্য ।"

2021 সালের মাঝামাঝি সময় শুরু হবে 'গণপথ'-এৎ শুটিং । আর সব ঠিক থাকলে 2022 সালে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : টাইগার শ্রফের আপকামিং ছবি 'গণপথ'। ছবির পরতে পরতে অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে । আজই মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার ।

এই ছবির মোশন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেন টাইগার । তার ক্যাপশনে লেখেন, "এই ছবি আমার কাছে খুবই স্পেশাল । আপনাদের কাছেও স্পেশাল হয়ে উঠবে ! #গণপথ...আরও অ্যাকশন, থ্রিল ও বিনোদনের জন্য প্রস্তুত হয়ে যান !"

পোস্টারে ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে টাইগারকে । যদিও তাঁর মুখ দেখা যায়নি । আর তাঁর চারপাশে আগুন জ্বলছে । এই ভিডিয়োতে টাইগার বলেন, "যখন আমি খুব রেগে যাই তখন খুব মারধর করি ।"

এই ছবির আরও অনেক সিকুয়েল তৈরি করা হবে বলে জানা গিয়েছে । কারণ মোশন পোস্টারের উপরে লেখা রয়েছে 'গণপথ পার্ট 1'। ছবিটি পরিচালনা করছেন বিকাশ বহল । এর আগে 'কুইন' ও 'সুপার 30'-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি ।

এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত টাইগার । তিনি বলেন, "এখনও পর্যন্ত আমি যতগুলি ছবি করেছি তার মধ্যে এই ছবি আমার কাছে একেবারেই আলাদা । কারণ এই ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করব তা আগে কখনও করিনি ।"

ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি ভাগনানি । এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, "আমি টাইগারকে একজন গ্লোবাল স্টার হিসেবে দেখি । তাঁর মধ্যে সব ধরনের সম্ভাবনা ও উপাদান রয়েছে যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে । তাঁর ছবিতে অ্যাকশনের সঙ্গে একটা আন্তর্জাতিক ছোঁয়া থাকে, যা গোটা বিশ্বের সব ধরনের দর্শকের কাছেই গ্রহণযোগ্য ।"

2021 সালের মাঝামাঝি সময় শুরু হবে 'গণপথ'-এৎ শুটিং । আর সব ঠিক থাকলে 2022 সালে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.