ETV Bharat / sitara

বারুদের গন্ধ মাখিয়ে মুক্তি পেল 'হিরোপন্তী 2'-এর পোস্টার - টাইগার শ্রফের খবর

'হিরোপন্তী 2'-এ টাইগার শ্রফ । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন কনফার্মড খবর ।

Tiger Shroff latest news
Tiger Shroff latest news
author img

By

Published : Feb 28, 2020, 12:34 PM IST

মুম্বই : 'হিরোপন্তী 2'-তে অভিনয় করতে চলেছেন টাইগার শ্রফ । সামনে এল ছবির ফার্স্ট লুক পোস্টারও ।

এক ধাক্কায় দু'টো পোস্টার সামনে এল 'হিরোপন্তী 2'-এর । আহমেদ খান পরিচালিত এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে, সেটা ফার্স্ট লুকেই বোঝা গেল । বারুদের গন্ধ মাখিয়ে পরিচালক ইঙ্গিত দিলেন স্টোরিলাইনের, জানালেন, "দ্য়া ওয়ার্ল্ড ওয়ান্টস হিম ডেড" (The World wants him dead) ।

2014 সালে 'হিরোপন্তী' দিয়ে বলিউডে যাত্রা শুরু টাইগারের । একই ছবিতে ডেবিউ করেছিলেন কৃতি স্যানন । 'হিরোপন্তী 2'-এ কে থাকবে টাইগারের বিপরীতে ? প্রশ্ন উঠছে এরই মধ্যেই ।

আহমেদ খানের আরও একটি ছবি 'বাঘি 3'-তে রয়েছেন টাইগার । ছবিটির মুক্তি আসন্ন । 6 মার্চ মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলার । টাইগারের বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর ও অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্রে রীতেশ দেশমুখ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : 'হিরোপন্তী 2'-তে অভিনয় করতে চলেছেন টাইগার শ্রফ । সামনে এল ছবির ফার্স্ট লুক পোস্টারও ।

এক ধাক্কায় দু'টো পোস্টার সামনে এল 'হিরোপন্তী 2'-এর । আহমেদ খান পরিচালিত এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে, সেটা ফার্স্ট লুকেই বোঝা গেল । বারুদের গন্ধ মাখিয়ে পরিচালক ইঙ্গিত দিলেন স্টোরিলাইনের, জানালেন, "দ্য়া ওয়ার্ল্ড ওয়ান্টস হিম ডেড" (The World wants him dead) ।

2014 সালে 'হিরোপন্তী' দিয়ে বলিউডে যাত্রা শুরু টাইগারের । একই ছবিতে ডেবিউ করেছিলেন কৃতি স্যানন । 'হিরোপন্তী 2'-এ কে থাকবে টাইগারের বিপরীতে ? প্রশ্ন উঠছে এরই মধ্যেই ।

আহমেদ খানের আরও একটি ছবি 'বাঘি 3'-তে রয়েছেন টাইগার । ছবিটির মুক্তি আসন্ন । 6 মার্চ মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলার । টাইগারের বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর ও অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্রে রীতেশ দেশমুখ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.