মুম্বই : গ্রীক দেবতার মতো শরীর বানিয়েছেন টাইগার শ্রফ । তাঁর সেই কারুকার্য করা শরীর দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান সোশাল মিডিয়ায় । এহেন টাইগারের পোশাক বিভ্রাট ।
পরতে চেয়েছিলেন শর্টস, কিন্তু সেটা ছোটো হয়ে পুরো মেয়েদের হটপ্যান্টের আকার ধারণ করল । দেখে অস্বস্তিতে টাইগার ।
মালদ্বীপের সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা । ছবিটি সেখানেই তোলা । ক্যাপশনে টাইগার লিখেছেন, "দয়া করে এই হলুদ হট প্যান্টের জন্য আমায় ক্ষমা করে দিন । বুঝতে পারছি না আমি বেশি লম্বা হয়ে গেছি , নাকি এই লকডাউনে আমার শর্টস ছোটো হয়ে গেছে !"
দেখে নিন টাইগারের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগারের 'গণপথ' ছবির ফার্স্টলুক টিজ়ার । 2021 থেকে শুরু হবে ছবির শুটিং । অন্যান্য ছবির মতো এই ছবিতেই তাঁকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে । সবকিছু ঠিক থাকলে 'গণপথ' মুক্তি পাবে 2022 সালে ।