ETV Bharat / sitara

Director Ahmed Khan on Tiger Shroff : টাইগার শ্রফকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাকশন হিরোর শিরোপা পরিচালক আহমেদ খানের

'হিরোপন্থি 2' র (Heropanti 2) পরিচালক টাইগার শ্রফকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাকশন হিরোর খেতাব দিলেন (Director Ahmed Khan on Tiger Shroff) ৷ আহমেদ খান বাঘি 2 এবং বাঘি 3তে টাইগারের সঙ্গে কাজ করেছেন ৷ মুক্তির অপেক্ষায় টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার ছবি 'হিরোপন্থি 2' ৷

Tiger Shroff's new film
Tiger Shroff
author img

By

Published : Mar 20, 2022, 6:49 PM IST

মুম্বাই (মহারাষ্ট্র), 20 মার্চ : 'হিরোপন্থি' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন টাইগার শ্রফ ৷ কৃতী শ্যাননের সঙ্গে জুটি বেধেঁ পর্দায় এই সিনেমা মানুষের মন জয় করে নেয় ৷

টাইগার শ্রফ মানেই এক কথায় ফিটনেস ফান্ডায় হিটস্টার। নিজের মার্শাল আর্ট ট্যালেন্ট থেকে শুরু করে পারফেক্ট ফিগারে তিনি বারেবারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। তাঁর ছবির ক্ষেত্রেও মূল আকর্ষণের কেন্দ্রে থেকে থাকে সেই একই সমীকরণ। টাইগারের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা অধ্যায়ে সর্বাধিক জনপ্রিয়তায় প্রশংসার কেন্দ্রে তাঁর স্টান্ট।

আরও পড়ুন : Ex New Zealand Deputy PM on Kashmir Files : নিউজিল্যান্ডে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির স্থগিতাদেশের বিরোধিতায় প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী

মুক্তির অপেক্ষায় টাইগার শ্রফ ও তারা সূতারিয়ার 'হিরোপন্থি 2' সিনেমাটি । তার আগেই পরিচালক আহমেদ খান অভিনেতা টাইগার শ্রফকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ৷ টাইগার শ্রফকে বর্তমানের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং সর্বকনিষ্ঠ অ্যাকশন হিরো বলে অভিহিত করলেন তিনি (Director Ahmed Khan on Tiger Shroff) । 'হিরোপান্তি 2' এর আগে, আহমেদ 'বাঘি 2' এবং 'বাঘি 3'তে টাইগারের সঙ্গে কাজ করেছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আহমেদ বললেন, "টাইগার শ্রফের সঙ্গে কাজ করা সবসময়ই বাড়িতে আসার মতো মনে হয় । তিনি যেভাবে 'হিরোপন্থি 2'তে হয়ে কাজ করেছেন তা প্রশংসনীয় । টাইগার শ্রফ বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং কনিষ্ঠ অ্যাকশন হিরো (Tiger Shroff biggest action hero in industry) ।" তিনি আরও যোগ করলেন, "টাইগার শ্রফ যেভাবে জটিল অ্যাকশন সিকোয়েন্সগুলি করেন এবং সেগুলিকে অতি সহজ দেখায় পর্দায়, তার পুরো কৃতিত্বই টাইগার শ্রফের কাজের প্রতি 200 শতাংশ পরিশ্রম ৷ যা তিনি তাঁর কাজের প্রতি দেন ৷ একজন সহজ-সরল অভিনেতার পাশাপাশি তিনি তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ৷ ফলে তাঁর সঙ্গে কাজ করা সবসময় আমার কাছে বাড়তি পাওয়া "

আরও পড়ুন : Covishield Dose Gap Reduced: কমল কোভিশিল্ডের দু‘টি ডোজের ব্যবধান, প্রথমটির কতদিন পর দ্বিতীয়টি ?

এদিকে, টাইগারের এই বছরে মুক্তির অপেক্ষায় দু‘টি সিনেমা ৷ যার মধ্যে রয়েছে 'হিরোপান্তি 2', যেটি ইদে মুক্তি পাবে এবং 'গণপথ', যেটি বড়দিনে মুক্তির জন্য প্রস্তুত । জোরকদমে শ্যুটিং চলছে 'গণপথ' মুভির ৷ ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা উৎসুক হয়ে আছেন টাইগার শ্রফ ও কৃতী শ্যানন অভিনীত 'গণপথ' (Ganapath) ছবির জন্য । 'হিরোপন্থি'-এর পর ফের একবার পর্দায় দেখা যাবে টাইগার-কৃতি জুটিকে । দীর্ঘ সময়ের পর রুপোলি পর্দায় ফের তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা ।

আরও পড়ুন : Shane Warne Funeral : রুদ্ধদ্বার শেষকৃত্যে ওয়ার্ন বিদায়, থাকতে না পেরে ব্যথিত লিজ হার্লি

শনিবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি পোস্ট করেন দু‘জনেই । 'গণপথ' অভিনেতা টাইগার একটি সেলফি পোস্ট করেন । নিজের লুকেরও খানিক আভাস দেন । তাঁর পিছনে ছবির সেট নজরে পড়ে । গণপথ' ছবিতে একাধিক অ্যাকশন সিন দেখতে চলেছেন দর্শক । নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি 'অ্যাকশন' ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী কৃতী শ্যানন । অভিনেত্রীর এই নয়া অবতার দেখে চক্ষু চড়কগাছ হয়েছে অনুরাগীদের আগেই। ভিডিয়ো দেখা যায় বাইকে চড়ে স্টান্টের জন্য তৈরি কৃতী ।

মুম্বাই (মহারাষ্ট্র), 20 মার্চ : 'হিরোপন্থি' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন টাইগার শ্রফ ৷ কৃতী শ্যাননের সঙ্গে জুটি বেধেঁ পর্দায় এই সিনেমা মানুষের মন জয় করে নেয় ৷

টাইগার শ্রফ মানেই এক কথায় ফিটনেস ফান্ডায় হিটস্টার। নিজের মার্শাল আর্ট ট্যালেন্ট থেকে শুরু করে পারফেক্ট ফিগারে তিনি বারেবারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। তাঁর ছবির ক্ষেত্রেও মূল আকর্ষণের কেন্দ্রে থেকে থাকে সেই একই সমীকরণ। টাইগারের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা অধ্যায়ে সর্বাধিক জনপ্রিয়তায় প্রশংসার কেন্দ্রে তাঁর স্টান্ট।

আরও পড়ুন : Ex New Zealand Deputy PM on Kashmir Files : নিউজিল্যান্ডে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির স্থগিতাদেশের বিরোধিতায় প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী

মুক্তির অপেক্ষায় টাইগার শ্রফ ও তারা সূতারিয়ার 'হিরোপন্থি 2' সিনেমাটি । তার আগেই পরিচালক আহমেদ খান অভিনেতা টাইগার শ্রফকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ৷ টাইগার শ্রফকে বর্তমানের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং সর্বকনিষ্ঠ অ্যাকশন হিরো বলে অভিহিত করলেন তিনি (Director Ahmed Khan on Tiger Shroff) । 'হিরোপান্তি 2' এর আগে, আহমেদ 'বাঘি 2' এবং 'বাঘি 3'তে টাইগারের সঙ্গে কাজ করেছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আহমেদ বললেন, "টাইগার শ্রফের সঙ্গে কাজ করা সবসময়ই বাড়িতে আসার মতো মনে হয় । তিনি যেভাবে 'হিরোপন্থি 2'তে হয়ে কাজ করেছেন তা প্রশংসনীয় । টাইগার শ্রফ বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং কনিষ্ঠ অ্যাকশন হিরো (Tiger Shroff biggest action hero in industry) ।" তিনি আরও যোগ করলেন, "টাইগার শ্রফ যেভাবে জটিল অ্যাকশন সিকোয়েন্সগুলি করেন এবং সেগুলিকে অতি সহজ দেখায় পর্দায়, তার পুরো কৃতিত্বই টাইগার শ্রফের কাজের প্রতি 200 শতাংশ পরিশ্রম ৷ যা তিনি তাঁর কাজের প্রতি দেন ৷ একজন সহজ-সরল অভিনেতার পাশাপাশি তিনি তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ৷ ফলে তাঁর সঙ্গে কাজ করা সবসময় আমার কাছে বাড়তি পাওয়া "

আরও পড়ুন : Covishield Dose Gap Reduced: কমল কোভিশিল্ডের দু‘টি ডোজের ব্যবধান, প্রথমটির কতদিন পর দ্বিতীয়টি ?

এদিকে, টাইগারের এই বছরে মুক্তির অপেক্ষায় দু‘টি সিনেমা ৷ যার মধ্যে রয়েছে 'হিরোপান্তি 2', যেটি ইদে মুক্তি পাবে এবং 'গণপথ', যেটি বড়দিনে মুক্তির জন্য প্রস্তুত । জোরকদমে শ্যুটিং চলছে 'গণপথ' মুভির ৷ ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা উৎসুক হয়ে আছেন টাইগার শ্রফ ও কৃতী শ্যানন অভিনীত 'গণপথ' (Ganapath) ছবির জন্য । 'হিরোপন্থি'-এর পর ফের একবার পর্দায় দেখা যাবে টাইগার-কৃতি জুটিকে । দীর্ঘ সময়ের পর রুপোলি পর্দায় ফের তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা ।

আরও পড়ুন : Shane Warne Funeral : রুদ্ধদ্বার শেষকৃত্যে ওয়ার্ন বিদায়, থাকতে না পেরে ব্যথিত লিজ হার্লি

শনিবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি পোস্ট করেন দু‘জনেই । 'গণপথ' অভিনেতা টাইগার একটি সেলফি পোস্ট করেন । নিজের লুকেরও খানিক আভাস দেন । তাঁর পিছনে ছবির সেট নজরে পড়ে । গণপথ' ছবিতে একাধিক অ্যাকশন সিন দেখতে চলেছেন দর্শক । নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি 'অ্যাকশন' ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী কৃতী শ্যানন । অভিনেত্রীর এই নয়া অবতার দেখে চক্ষু চড়কগাছ হয়েছে অনুরাগীদের আগেই। ভিডিয়ো দেখা যায় বাইকে চড়ে স্টান্টের জন্য তৈরি কৃতী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.