মুম্বই : গণপিটুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছিলেন ৪৯ জন বিশিষ্ট । তাঁদের মধ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপরা । এরপর তাঁদেরই বিরুদ্ধে FIR দায়ের করা হয় । এই ঘটনার প্রতিবাদে পালটা চিঠি লিখেছেন 180 জন বিশিষ্ট, যার মধ্যে অন্যতম নাসিরুদ্দিন শাহ।
অভিনেতার এই পদক্ষেপ তাঁকে কি কোনওভাবে ইন্ডাস্ট্রির থেকে দূরে সরিয়ে দিচ্ছে? এই প্রশ্নে নাসিরুদ্দিনের সোজাসুজি জবাব, "ইন্ডাস্ট্রির সঙ্গে আমার কোনওদিনই ঘনিষ্ঠতা ছিল না। আমি কখনই ইন্ডাস্ট্রি থেকে খুব বেশি কাজের অফার পাইনি, ইন্ডাস্ট্রির ভালো সময়তেও পাইনি। আমি জানি না আমার এই পদক্ষেপের জন্য ইন্ডাস্ট্রির সঙ্গে আমার সম্পর্কে আলাদা করে কোনও প্রভাব পড়বে কিনা।"
![Naseeruddin Shah reacts](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1083cec01db69103588b88b5829ab3a0_1410newsroom_1571031347_857.jpg)
পদ্মভূষণ বিজেতা নাসিরুদ্দিন জানান, "আমি যেটা বলেছি, সেটা আমার বলা উচিত ছিল। আমি অনেক মানুষের থেকে দুর্ব্যবহার পেয়েছি। আমায় সেটা কোনওভাবে প্রভাবিত করেনি। তবে এই প্রকাশ্য ঘৃণা আমার প্রভাবিত করে, বিরক্ত করে।"
![Naseeruddin Shah reacts](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3be632f32d291b2e358e1ba23df9441e_1410newsroom_1571031347_127.jpg)
স্পষ্টবক্তা হিসেবে বরাবরই সুপরিচিতি রয়েছে নাসিরুদ্দিনের। প্রয়োজনে তিনি সরকারের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। তার জন্য কে কী ভাবল তা নিয়ে কিছু এসে যায় না অভিনেতার, জানালেন নিজেই।