ETV Bharat / sitara

প্রকাশ্যে অক্ষয়ের 'বেল বটম' লুক

প্রকাশ্যে এল অক্ষয় কুমারের 'বেল বটম' লুক । চাবুকের মতো চেহারায় রেট্রো লুকে চোখ ফেরানো দায় অক্ষয়ের থেকে । সুন্দর করে কাটা গোঁফ, সানগ্লাস, অফ হোয়াইট জ্যাকেটে তীক্ষ্ণ অভিনেতা ।

Akshay kumar bell Bottom look
Akshay kumar bell Bottom look
author img

By

Published : Sep 5, 2020, 7:38 PM IST

মুম্বই : কয়েকদিন আগে স্কটল্যান্ডে উড়েছেন অক্ষয় কুমার । সেখানেই চলছে তাঁর পরবর্তী ছবি 'বেট বটম'-এর শুটিং । ছবির অন্যান্য অভিনেতা যেমন লারা দত্ত ও হুমা কুরেশিও পৌঁছেছেন সেখানে । তবে সবার প্রথমে প্রকাশ্যে এল অক্ষয়ের লুক ।

রঞ্জিত এম.তিওয়ারি পরিচালিত এই ছবিটি একটি স্পাই থ্রিলার । এর আগে 'বেবি' বা 'নাম শাবানা'-র মতো ছবিতে স্পাই অক্ষয়কে দেখা গেছে এবং তাঁর সেই অবতার দেখে মুগ্ধ হয়েছেন দর্শক । তাই 'বেল বটম' নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ অফিশিয়ালি অক্ষয়ের লুক সামনে এনেছেন । যদিও তার আগে থেকেই সোশাল মিডিয়ায় কোনওভাবে ছড়িয়ে পড়ে শুটিংয়ের কয়েকটি ছবি, দেখা যায় রেট্রো অক্ষয়কে ।

মুম্বই : কয়েকদিন আগে স্কটল্যান্ডে উড়েছেন অক্ষয় কুমার । সেখানেই চলছে তাঁর পরবর্তী ছবি 'বেট বটম'-এর শুটিং । ছবির অন্যান্য অভিনেতা যেমন লারা দত্ত ও হুমা কুরেশিও পৌঁছেছেন সেখানে । তবে সবার প্রথমে প্রকাশ্যে এল অক্ষয়ের লুক ।

রঞ্জিত এম.তিওয়ারি পরিচালিত এই ছবিটি একটি স্পাই থ্রিলার । এর আগে 'বেবি' বা 'নাম শাবানা'-র মতো ছবিতে স্পাই অক্ষয়কে দেখা গেছে এবং তাঁর সেই অবতার দেখে মুগ্ধ হয়েছেন দর্শক । তাই 'বেল বটম' নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ অফিশিয়ালি অক্ষয়ের লুক সামনে এনেছেন । যদিও তার আগে থেকেই সোশাল মিডিয়ায় কোনওভাবে ছড়িয়ে পড়ে শুটিংয়ের কয়েকটি ছবি, দেখা যায় রেট্রো অক্ষয়কে ।

আপনারাও দেখে নিন...

সবকিছু ঠিক থাকলে 2021 সালের 2 এপ্রিল মুক্তি পাবে 'বেল বটম' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.