ETV Bharat / sitara

সমকামী চরিত্রে বাবা, কী বললেন আয়ুষ্মানের ছেলে ? - আয়ুষ্মান খুরানার খবর

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা । শুনে কী প্রতিক্রিয়া অভিনেতার ছেলের ? জানালেন তাহিরা..

Ayushmann Khurrana's son reacts to the homosexual character he is playing
Ayushmann Khurrana's son reacts to the homosexual character he is playing
author img

By

Published : Jan 28, 2020, 3:49 PM IST

মুম্বই : অভিনেতার পরিবারের লোক হওয়া মুখের কথা নয় । নিজের প্রিয় মানুষকে কোনও বিশেষ চরিত্রে মেনে নেওয়া সহজ না-ও হতে পারে । যেমন আয়ুষ্মানের সমকামী চরিত্রে অভিনয় করা নিয়ে সমস্যা হতে পারত তাঁর পরিবারের, বিশেষ করে তাঁর 8 বছরের ছেলের । কিন্তু, একেবারেই তা হল না । বাচ্চা হলে কী হবে ? যথেষ্ট পরিণত আয়ুষ্মানের ছেলে বিরাজবীর খুরানা । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন তাহিরা ।

ছবিতে আয়ুষ্মানের চরিত্রের সঙ্গে ছেলেকে একটু পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তাহিরা, যাতে মুক্তির পর কোনও প্রতিক্রিয়া না হয় ছোট্টো বিরাজবীরের । তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম সমকামী বা গে শব্দের মানে ও জানে কিনা । ও জানত ।"

তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম বিষয়টা নিয়ে ওর কোনও আপত্তি আছে কিনা । উত্তরে ও বলল আপত্তি থাকার মতো কী আছে বিষয়টাতে ?" ছেলের এই উত্তর শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তাহিরা । গর্ববোধ করেন ছেলেকে নিয়ে ।

  • With the upcoming film the dad is doing, I wanted to be forthcoming with my 8 year old son. I asked him if he knows what homosexuality means or being gay means. He knew it. I asked him if he was ok with it. He replied...what’s there not be ok about. (Teary eyed and proud)

    — Tahira Kashyap Khurrana (@tahira_k) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেইনস্ট্রিম সিনেমায় সমকামী প্রেমের গল্প খুব একটা দেখা যায়নি এর আগে । গেলেও সেটা একটা সাবপ্লটের মতো কাজ করেছে । আয়ুষ্মান সেই সাহস দেখালেন 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে । একটা স্বাভাবিকত্বের ছাপ দিতে চাইলেন সমকামী প্রেমকে ।

হিতেশ কেওয়াল্যা পরিচালিত 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : অভিনেতার পরিবারের লোক হওয়া মুখের কথা নয় । নিজের প্রিয় মানুষকে কোনও বিশেষ চরিত্রে মেনে নেওয়া সহজ না-ও হতে পারে । যেমন আয়ুষ্মানের সমকামী চরিত্রে অভিনয় করা নিয়ে সমস্যা হতে পারত তাঁর পরিবারের, বিশেষ করে তাঁর 8 বছরের ছেলের । কিন্তু, একেবারেই তা হল না । বাচ্চা হলে কী হবে ? যথেষ্ট পরিণত আয়ুষ্মানের ছেলে বিরাজবীর খুরানা । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন তাহিরা ।

ছবিতে আয়ুষ্মানের চরিত্রের সঙ্গে ছেলেকে একটু পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তাহিরা, যাতে মুক্তির পর কোনও প্রতিক্রিয়া না হয় ছোট্টো বিরাজবীরের । তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম সমকামী বা গে শব্দের মানে ও জানে কিনা । ও জানত ।"

তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম বিষয়টা নিয়ে ওর কোনও আপত্তি আছে কিনা । উত্তরে ও বলল আপত্তি থাকার মতো কী আছে বিষয়টাতে ?" ছেলের এই উত্তর শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তাহিরা । গর্ববোধ করেন ছেলেকে নিয়ে ।

  • With the upcoming film the dad is doing, I wanted to be forthcoming with my 8 year old son. I asked him if he knows what homosexuality means or being gay means. He knew it. I asked him if he was ok with it. He replied...what’s there not be ok about. (Teary eyed and proud)

    — Tahira Kashyap Khurrana (@tahira_k) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেইনস্ট্রিম সিনেমায় সমকামী প্রেমের গল্প খুব একটা দেখা যায়নি এর আগে । গেলেও সেটা একটা সাবপ্লটের মতো কাজ করেছে । আয়ুষ্মান সেই সাহস দেখালেন 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে । একটা স্বাভাবিকত্বের ছাপ দিতে চাইলেন সমকামী প্রেমকে ।

হিতেশ কেওয়াল্যা পরিচালিত 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

সমকামীর চরিত্রে বাবা, কী বললেন আয়ুষ্মানের ছেলে ?



'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা । শুনে কী প্রতিক্রিয়া অভিনেতার ছেলের ? জানালেন তাহিরা..



মুম্বই : অভিনেতার পরিবারের লোক হওয়া মুখের কথা নয় । নিজের প্রিয় মানুষকে কোনও বিশেষ চরিত্রে মেনে নেওয়া সহজ না-ও হতে পারে । যেমন আয়ুষ্মানের সমকামী চরিত্রে অভিনয় করা নিয়ে সমস্যা হতে পারত তাঁর পরিবারের, বিশেষ করে তাঁর 8 বছরের ছেলের । কিন্তু, একেবারেই তা হল না । বাচ্চা হলে কী হবে ? যথেষ্ট পরিণত আয়ুষ্মানের ছেলে বিরাজবীর খুরানা । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন তাহিরা ।



ছবিতে আয়ুষ্মানের চরিত্রের সঙ্গে ছেলেকে একটু পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তাহিরা, যাতে মুক্তির পর কোনও প্রতিক্রিয়া না হয় ছোট্টো বিরাজবীরের । তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম সমকামী বা গে শব্দের মানে ও জানে কিনা । ও জানত ।"



তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম বিষয়টা নিয়ে ওর কোনও আপত্তি আছে কিনা । উত্তরে ও বলল আপত্তি থাকার মতো কী আছে বিষয়টাতে ?" ছেলের এই উত্তর শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তাহিরা । গর্ববোধ করেন ছেলেকে নিয়ে ।



মেইনস্ট্রিম সিনেমায় সমকামী প্রেমের গল্প খুব একটা দেখা যায়নি এর আগে । গেলেও সেটা একটা সাবপ্লটের মতো কাজ করেছে । আয়ুষ্মান সেই সাহস দেখালেন  'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে । একটা স্বাভাবিকত্বের ছাপ দিতে চাইলেন সমকামী প্রেমকে ।



ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি ।  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.