ETV Bharat / sitara

'থাপ্পড়'-এর প্রথম ঝলকে বিধ্বস্ত তাপসী ! - থাপ্পড়

সামনে এল 'থাপ্পড়' ছবিতে তাপসী পান্নুর ফার্স্টলুক । সোশাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন তিনি । পরিচালনায় অনুভব সিনহা । ছবি মুক্তি 28 ফেব্রুয়ারি ।

fgh
gfh
author img

By

Published : Jan 30, 2020, 6:35 PM IST

মুম্বই : 'থাপ্পড়' মারলে মুখের ভঙ্গি যেমন হয়, ঠিক সেভাবেই ছবির প্রথম পোস্টারে দেখা গেল তাপসী পান্নুকে । এক ঝলকে পোস্টারটি দেখলে মনে হবে কেউ খুব জোরে 'থাপ্পড়' মেরেছে তাঁকে । আসলে ছবির নামের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে পোস্টার । পোস্টারটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাপসী ।

ছবির ক্যাপশনে লেখেন, "এটা কি শুধুই একটা ছোটো বিষয় ? এমনকী ভালোবাসাতেও চলতে পারে ? এটা 'থাপ্পড়'-এর প্রথম ঝলক ।"

আপকামিং এই ছবি মহিলা কেন্দ্রিক । পোস্টার থেকে অনুমান করা হচ্ছে যে ছবিটি মহিলাদের উপর হওয়া অত্যাচারকে কেন্দ্র করে । ভালোবেসে যে মহিলারা অত্যাচারের শিকার হন তাই তুলে ধরা হয়েছে ছবিতে ।

আগামীকাল মুক্তি পাবে ছবির ট্রেলার । আর সব ঠিক থাকলে চলতি বছরের 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়'। ছবিতে তাপসীর বিপরীতে অভিনয় করবেন পাভেল গুলাঠি । উত্তরপ্রদেশের একাধিক জায়গায় ছবির শুটিং হয়েছে ।

ছবিটি পরিচালনা করছেন অনুভব সিনহা । এনিয়ে অনুভবের দ্বিতীয় ছবিতে কাজ করছেন তাপসী । এর আগে অনুভবের 'মুলক' ছবিতে অভিনয় করতেন তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'ষাঁন্ড কি আঁখ' ছবিতে কাজ করেছিলেন তাপসী । তারপর আর তাঁকে কোনও ছবিতে দেখা যায়নি । তবে এখন 'থাপ্পড়' ছাড়াও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে কাজ করছেন তিনি । সেখানে মিতালির চরিত্রে দেখা যাবে তাঁকে । গতকালই মুক্তি পায় ছবিতে তাঁর ফার্স্টলুক । 5 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : 'থাপ্পড়' মারলে মুখের ভঙ্গি যেমন হয়, ঠিক সেভাবেই ছবির প্রথম পোস্টারে দেখা গেল তাপসী পান্নুকে । এক ঝলকে পোস্টারটি দেখলে মনে হবে কেউ খুব জোরে 'থাপ্পড়' মেরেছে তাঁকে । আসলে ছবির নামের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে পোস্টার । পোস্টারটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাপসী ।

ছবির ক্যাপশনে লেখেন, "এটা কি শুধুই একটা ছোটো বিষয় ? এমনকী ভালোবাসাতেও চলতে পারে ? এটা 'থাপ্পড়'-এর প্রথম ঝলক ।"

আপকামিং এই ছবি মহিলা কেন্দ্রিক । পোস্টার থেকে অনুমান করা হচ্ছে যে ছবিটি মহিলাদের উপর হওয়া অত্যাচারকে কেন্দ্র করে । ভালোবেসে যে মহিলারা অত্যাচারের শিকার হন তাই তুলে ধরা হয়েছে ছবিতে ।

আগামীকাল মুক্তি পাবে ছবির ট্রেলার । আর সব ঠিক থাকলে চলতি বছরের 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়'। ছবিতে তাপসীর বিপরীতে অভিনয় করবেন পাভেল গুলাঠি । উত্তরপ্রদেশের একাধিক জায়গায় ছবির শুটিং হয়েছে ।

ছবিটি পরিচালনা করছেন অনুভব সিনহা । এনিয়ে অনুভবের দ্বিতীয় ছবিতে কাজ করছেন তাপসী । এর আগে অনুভবের 'মুলক' ছবিতে অভিনয় করতেন তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'ষাঁন্ড কি আঁখ' ছবিতে কাজ করেছিলেন তাপসী । তারপর আর তাঁকে কোনও ছবিতে দেখা যায়নি । তবে এখন 'থাপ্পড়' ছাড়াও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে কাজ করছেন তিনি । সেখানে মিতালির চরিত্রে দেখা যাবে তাঁকে । গতকালই মুক্তি পায় ছবিতে তাঁর ফার্স্টলুক । 5 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.