ETV Bharat / sitara

পারিবারিক হিংসার মুখে কড়া 'থাপ্পড়' - থাপ্পড়

একটা মাত্র থাপ্পড়...এড়িয়ে যাওয়া যেত, কিন্তু কেন যাব ?

Taapsee Pannu in Thappad
Taapsee Pannu in Thappad
author img

By

Published : Jan 31, 2020, 3:20 PM IST

মুম্বই : দেশজুড়ে পারিবারিক হিংসার ঘটনা ঘটে অনেক, কিন্তু ফাইল কতগুলো হয় ? বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা সহজ, কিন্তু ঘরের শত্রুকে কি সহজে শাস্তি দেওয়া যায় ? তার থেকে এড়িয়ে যাওয়ায়ই ভালো । এমনটা ভাবেন অনেক মহিলা । তাদের চোখ খুলে দেবে 'থাপ্পড়' । মুক্তি পেল ট্রেলার ।

একটা মাত্র থাপ্পড়..এড়িয়ে যাওয়াই যেত, কিন্তু এড়ালেন না তাপসী পান্নু । সমাজ, পরিবার সবার বিরুদ্ধে লড়াই করলেন তিনি । যে সমস্ত অপমানগুলো ভুলে থাকতেন এতদিন, সেগুলোকে দেখলেন একটু ভালো করে । আর সমাজের অনেক মহিলাকে দেখালেন, যারা শত অন্যায় সত্ত্বেও মুখ বুজে থাকেন একটা শান্তিপূর্ণ আশ্রয়ের জন্য । কিন্তু, তাতে সম্মান থাকে কি ? প্রশ্ন তুললেন তাপসী ।

অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় তাপসী পান্নু । ট্রেলার জুড়ে তাঁকেই দেখা গেল, অন্যদিকে দৃষ্টিই গেল না যেন.. ছবির মুক্তি 28 ফেব্রুয়ারি । দেখে নিন ট্রেলার ...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : দেশজুড়ে পারিবারিক হিংসার ঘটনা ঘটে অনেক, কিন্তু ফাইল কতগুলো হয় ? বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা সহজ, কিন্তু ঘরের শত্রুকে কি সহজে শাস্তি দেওয়া যায় ? তার থেকে এড়িয়ে যাওয়ায়ই ভালো । এমনটা ভাবেন অনেক মহিলা । তাদের চোখ খুলে দেবে 'থাপ্পড়' । মুক্তি পেল ট্রেলার ।

একটা মাত্র থাপ্পড়..এড়িয়ে যাওয়াই যেত, কিন্তু এড়ালেন না তাপসী পান্নু । সমাজ, পরিবার সবার বিরুদ্ধে লড়াই করলেন তিনি । যে সমস্ত অপমানগুলো ভুলে থাকতেন এতদিন, সেগুলোকে দেখলেন একটু ভালো করে । আর সমাজের অনেক মহিলাকে দেখালেন, যারা শত অন্যায় সত্ত্বেও মুখ বুজে থাকেন একটা শান্তিপূর্ণ আশ্রয়ের জন্য । কিন্তু, তাতে সম্মান থাকে কি ? প্রশ্ন তুললেন তাপসী ।

অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় তাপসী পান্নু । ট্রেলার জুড়ে তাঁকেই দেখা গেল, অন্যদিকে দৃষ্টিই গেল না যেন.. ছবির মুক্তি 28 ফেব্রুয়ারি । দেখে নিন ট্রেলার ...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

পারিবারিক হিংসাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করালো 'থাপ্পড়'



একটা মাত্র থাপ্পড়...এড়িয়ে যাওয়া যেত, কিন্তু কেন যাব ?



মুম্বই : দেশজুড়ে




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.