মুম্বই : লকডাউনে সেলেব্রিটিদের নতুন কোনও ইভেন্ট নেই, ছবি মুক্তি নেই । ফলে সোশাল মিডিয়ায় তাঁরা থ্রোব্যাক ছবিই শেয়ার করছেন । ঠিক যেমন করলেন তাপসী পান্নু । কোনও একটি ফিল্মের সেটে তোলা পুরোনো ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ।
ছবিটি অবশ্য খুব একটা মনোরম নয় । নাক-মুখ কেটে রয়েছে সেই ছবিতে তাপসীর, রয়েছে কালশিটের দাগ । না না সত্যিকারের নয়, পুরোটাই মেকআপ ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "মাকে দারুণ ভয় পাইয়ে দেওয়ার জন্য এই ছবি । একটি ফিল্মের শুটিংয়ে ফাইট সিকোয়েন্সের জন্য মেকআপ দিয়ে এটা তৈরি করা হয়েছিল । তবে একাধিক ছবিতে কালশিটের দাগ দেখিয়ে আমি আত্মবিশ্বাসী যে এই মেকআপ আমি নিজেই করে নিতে পারব এখন ।"
কিন্তু ছোটোবেলায় এরকম মেকআপ করতে জানলে হয়তো স্কুল কামাই করার জন্য় গল্প বানাতে হত না, আফসোস তাপসীর । অভিনেত্রীর মজার পোস্টে বেশ মজা পেলেন নেটিজেনরা ।
দেখে নিন পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">