ETV Bharat / sitara

"আমি গর্বিত", বিশেষ মানুষকে নিয়ে মুখ খুললেন তাপসী - তাপসী পান্নুর খবর

অনেকেই হয়তো জানেন যে, তাপসী পান্নু ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেটিং করছেন । কিন্তু সেই ব্যাপারে কোনওদিন মুখ খোলেননি অভিনেত্রী । সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ মানুষকে নিয়ে অনেক কথাই বললেন তিনি ।

taapsee pannu opens up about her boyfriend mathias boe
taapsee pannu opens up about her boyfriend mathias boe
author img

By

Published : May 11, 2020, 10:51 PM IST

মুম্বই : নিজের ব্য়ক্তিগত জীবনকে লাইমলাইট থেকে অনেকটা দূরে রাখেন তাপসী । তবে তাঁর বোন শগুন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন গত বছর । প্রকাশ্যে এনেছেন তাপসীর সঙ্গে ম্যাথিয়াসের সম্পর্কের কথা । সেই প্রসঙ্গে তাপসীকে প্রশ্ন করা হলে তিনি কী বললেন ?

তাপসী বললেন, "আমি কারও থেকে কিছু লুকোতে চাই না । আমার জীবনে এক বিশেষ মানুষের উপস্থিতিতে আমি গর্বিত ।"

তবে হেডলাইন তৈরি করার জন্য় সেই বিষয়ে কথা বলতে চান না তাপসী । বললেন, "আমি হেডলাইন তৈরি করতে এই নিয়ে কথা বলতে চাই না । অভিনেত্রী হিসেবে আমি যে যোগ্য়তা অর্জন করেছি সেটা আমি হারিয়ে ফেলব । এত বছর ধরে আমি যে কঠিন পরিশ্রম করেছি সেটা হালকা হয়ে যাবে । আমি তা চাই না ।"

taapsee pannu opens up about her boyfriend mathias boe
.

বাবা-মায়ের কাছেও কিছু লুকোতে চান না তাপসী । তবে নিজে শিওর না হয়ে কখনই কাউকে বিশেষ মানুষ হিসেবে পরিচয়ও দিতে চান না অভিনেত্রী । আর বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত হওয়ার আগেই তাঁর সম্পর্কগুলো ভেঙে যায়,নিজেই জানালেন তাপসী ।

মুম্বই : নিজের ব্য়ক্তিগত জীবনকে লাইমলাইট থেকে অনেকটা দূরে রাখেন তাপসী । তবে তাঁর বোন শগুন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন গত বছর । প্রকাশ্যে এনেছেন তাপসীর সঙ্গে ম্যাথিয়াসের সম্পর্কের কথা । সেই প্রসঙ্গে তাপসীকে প্রশ্ন করা হলে তিনি কী বললেন ?

তাপসী বললেন, "আমি কারও থেকে কিছু লুকোতে চাই না । আমার জীবনে এক বিশেষ মানুষের উপস্থিতিতে আমি গর্বিত ।"

তবে হেডলাইন তৈরি করার জন্য় সেই বিষয়ে কথা বলতে চান না তাপসী । বললেন, "আমি হেডলাইন তৈরি করতে এই নিয়ে কথা বলতে চাই না । অভিনেত্রী হিসেবে আমি যে যোগ্য়তা অর্জন করেছি সেটা আমি হারিয়ে ফেলব । এত বছর ধরে আমি যে কঠিন পরিশ্রম করেছি সেটা হালকা হয়ে যাবে । আমি তা চাই না ।"

taapsee pannu opens up about her boyfriend mathias boe
.

বাবা-মায়ের কাছেও কিছু লুকোতে চান না তাপসী । তবে নিজে শিওর না হয়ে কখনই কাউকে বিশেষ মানুষ হিসেবে পরিচয়ও দিতে চান না অভিনেত্রী । আর বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত হওয়ার আগেই তাঁর সম্পর্কগুলো ভেঙে যায়,নিজেই জানালেন তাপসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.