ETV Bharat / sitara

'শাবাস মিথু'-র জন্য প্রস্তুত হচ্ছেন তাপসী - Taapsee Pannu begins training for Shabaash Mithu

টুইটারে একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ।

asd
asd
author img

By

Published : Jan 28, 2021, 8:36 AM IST

মুম্বই : আপকামিং ছবি 'শাবাস মিথু'-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাপসী পান্নু । সেখানে ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

কয়েক মাস ধরে খুবই ব্যস্ত রয়েছেন তাপসী । একের পর এক ছবির শুটিং শেষ করছেন তিনি । কয়েকদিন আগেই 'রেশমি রকেট'-এর শুটিং শেষ করেছেন । আর তারপরই 'শাবাস মিথু'-র জন্য ট্রেনিংও শুরু করে দিলেন অভিনেত্রী ।

টুইটারে একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "ব্যাট ও বলের সঙ্গে ভালোবাসা শুরু হল...অনেকটা পথ যেতে হবে কিন্তু শুরুটা ভালো হলে অর্ধেক কাজই হয়ে যায় । এটা আরও একটা মাইলস্টোন হতে চলেছে..."।

ছবির স্ক্রিপ্ট লিখেছেন প্রিয়া আভেন । পরিচালনায় রাহুল ঢোলাকিয়া । কোরোনা পরিস্থিতির মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ছবির শুটিং । শীঘ্রই শুটিং শুরুর হবে বলে জানা গিয়েছে । সব ঠিক থাকলে চলতি বছরের 5 ফেব্রুয়ারি মুক্তি পেত ছবিটি ।

ad
'লুপ লাপেটা'-র জন্য গোয়ায় পাড়ি তাপসীর

ভারতের হয়ে টি-20-তে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে মিতালি রাজের । তিনটি টি-20 বিশ্বকাপ সহ মোট 32টি টি-20 ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন । ফ্যানদের কাছে 'ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি টেন্ডুলকর' বলেও পরিচিত তিনি । আর এবার তাঁর চরিত্র বড় পরদায় ফুটিয়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছেন তাপসী ।

asd
'লুপ লাপেটা'-র জন্য গোয়ায় পাড়ি তাপসীর

এই ছবির প্রস্তুতির পাশাপাশি সম্প্রতি 'লুপ লাপেটা'-র শুটিং শুরু করতে চলেছেন তাপসী । শুটিংয়ের জন্য ইতিমধ্যেই গোয়াতে পাড়ি দিয়েছেন তিনি । ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে সেকথা জানান তিনি নিজেই ।

মুম্বই : আপকামিং ছবি 'শাবাস মিথু'-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাপসী পান্নু । সেখানে ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

কয়েক মাস ধরে খুবই ব্যস্ত রয়েছেন তাপসী । একের পর এক ছবির শুটিং শেষ করছেন তিনি । কয়েকদিন আগেই 'রেশমি রকেট'-এর শুটিং শেষ করেছেন । আর তারপরই 'শাবাস মিথু'-র জন্য ট্রেনিংও শুরু করে দিলেন অভিনেত্রী ।

টুইটারে একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "ব্যাট ও বলের সঙ্গে ভালোবাসা শুরু হল...অনেকটা পথ যেতে হবে কিন্তু শুরুটা ভালো হলে অর্ধেক কাজই হয়ে যায় । এটা আরও একটা মাইলস্টোন হতে চলেছে..."।

ছবির স্ক্রিপ্ট লিখেছেন প্রিয়া আভেন । পরিচালনায় রাহুল ঢোলাকিয়া । কোরোনা পরিস্থিতির মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ছবির শুটিং । শীঘ্রই শুটিং শুরুর হবে বলে জানা গিয়েছে । সব ঠিক থাকলে চলতি বছরের 5 ফেব্রুয়ারি মুক্তি পেত ছবিটি ।

ad
'লুপ লাপেটা'-র জন্য গোয়ায় পাড়ি তাপসীর

ভারতের হয়ে টি-20-তে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে মিতালি রাজের । তিনটি টি-20 বিশ্বকাপ সহ মোট 32টি টি-20 ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন । ফ্যানদের কাছে 'ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি টেন্ডুলকর' বলেও পরিচিত তিনি । আর এবার তাঁর চরিত্র বড় পরদায় ফুটিয়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছেন তাপসী ।

asd
'লুপ লাপেটা'-র জন্য গোয়ায় পাড়ি তাপসীর

এই ছবির প্রস্তুতির পাশাপাশি সম্প্রতি 'লুপ লাপেটা'-র শুটিং শুরু করতে চলেছেন তাপসী । শুটিংয়ের জন্য ইতিমধ্যেই গোয়াতে পাড়ি দিয়েছেন তিনি । ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে সেকথা জানান তিনি নিজেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.