ETV Bharat / sitara

কোরোনা বিধি না মানার অভিযোগে গ্রেপ্তার রায়না, সুজ়ান সহ 34

গতকাল রাতে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রাগনফ্লাই নামে একটি ক্লাবে তল্লাশি চালানো হয় । তখনই কোরোনা সংক্রান্ত সুরক্ষাবিধি না মানার অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় 34 জন তারকাকে ।

asd
asd
author img

By

Published : Dec 22, 2020, 2:21 PM IST

মুম্বই : কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে গ্রেপ্তার করা হল গায়ক গুরু রণধাওয়া, সুজ়ান খান ও প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না সহ 34 জন তারকা । পরে জামিনে ছাড়া পান তাঁরা ।

ব্রিটেনে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । যা আগের স্ট্রেনের থেকে অনেক দ্রত সংক্রমণ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে । আর তার জন্য একাধিক দেশেই সতর্কতা জারি করা হয়েছে ।

এরপরই উচ্চ পর্যায়ের বৈঠক করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন । সেখানে বলা হয়, 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে রাতে সাত ঘণ্টার কারফিউ জারি করা হবে । রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্যকর থাকবে এই কারফিউ । ফলে ওই সময় বন্ধ রাখতে হবে ক্লাবগুলিকে ।

আর এই পরিস্থিতির মধ্যেই গতকাল রাতের দিকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই নামে একটি ক্লাবে তল্লাশি চালানো হয় । তখনই কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই 34 জনকে ।

সাহার থানার এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, "কোরোনা সংক্রান্ত বিধি না মেনেই সেখানে জমায়েত করেছিলেন তাঁরা । এমনকী ক্লাব খোলা রাখার নির্দি্ষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সেখানেই ছিলেন তাঁরা । সেই কারণেই ভারতীয় দণ্ডবিধির 188, 269 ও 34 নম্বর ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয় । পরে জামিনে ছাড়া পান তাঁরা ।"

মুম্বই : কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে গ্রেপ্তার করা হল গায়ক গুরু রণধাওয়া, সুজ়ান খান ও প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না সহ 34 জন তারকা । পরে জামিনে ছাড়া পান তাঁরা ।

ব্রিটেনে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । যা আগের স্ট্রেনের থেকে অনেক দ্রত সংক্রমণ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে । আর তার জন্য একাধিক দেশেই সতর্কতা জারি করা হয়েছে ।

এরপরই উচ্চ পর্যায়ের বৈঠক করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন । সেখানে বলা হয়, 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে রাতে সাত ঘণ্টার কারফিউ জারি করা হবে । রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্যকর থাকবে এই কারফিউ । ফলে ওই সময় বন্ধ রাখতে হবে ক্লাবগুলিকে ।

আর এই পরিস্থিতির মধ্যেই গতকাল রাতের দিকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই নামে একটি ক্লাবে তল্লাশি চালানো হয় । তখনই কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই 34 জনকে ।

সাহার থানার এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, "কোরোনা সংক্রান্ত বিধি না মেনেই সেখানে জমায়েত করেছিলেন তাঁরা । এমনকী ক্লাব খোলা রাখার নির্দি্ষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সেখানেই ছিলেন তাঁরা । সেই কারণেই ভারতীয় দণ্ডবিধির 188, 269 ও 34 নম্বর ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয় । পরে জামিনে ছাড়া পান তাঁরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.