ETV Bharat / sitara

অভিনয়ে কামব্যাক সুস্মিতার ! - বলিউড

অপেক্ষার শেষ। প্রায় ৪ বছর পর আবার বড় পরদায় ফিরছেন সুস্মিতা সেন।

সুস্মিতা সেন
author img

By

Published : Jun 9, 2019, 12:39 PM IST

মুম্বই : কাজের ব্যাপারে বরাবরই চুজ়ি তিনি। তবে কোনও না কোনও কারণে বাছাইগুলো সঠিক হয়নি বলিউড ডিভা সুস্মিতা সেনের। তাই ক্যারিয়ারে খুব একটা সাফল্য পাননি তিনি। এবার কি সেই ইচ্ছা পূরণ হবে?

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে সুস্মিতা সেন লিখেছেন, "মেকআপ, হেয়ার, লাইট আর আয়নার এই অ্যান্টিক কাচ. রাউন্ড ২...ক্লাসের কাছে আমার ফিরে আসার প্রস্তুতি।"

বোল্ড আউল্যাশ আর নুড মেকআপে মোহময়ী সুস্মিতার এই ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুরাগীরা। কয়েকমাস আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "সঠিক জিনিসটার জন্য আমায় অপেক্ষা করতে হবে।" এবার অপেক্ষার শেষ হল।

২০১৫ সালে বাংলা ছবি 'নির্বাক'-এ সুস্মিতাকে শেষ দেখা গেছিল। আর বলিউডে তারও আগে ২০১০ সালে 'দুলহা মিল গ্যয়া' ছবিতে শেষ দেখা গেছিল তাঁকে। ফলে অপেক্ষাটা বেশ অনেক বছরের ছিল।

মুম্বই : কাজের ব্যাপারে বরাবরই চুজ়ি তিনি। তবে কোনও না কোনও কারণে বাছাইগুলো সঠিক হয়নি বলিউড ডিভা সুস্মিতা সেনের। তাই ক্যারিয়ারে খুব একটা সাফল্য পাননি তিনি। এবার কি সেই ইচ্ছা পূরণ হবে?

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে সুস্মিতা সেন লিখেছেন, "মেকআপ, হেয়ার, লাইট আর আয়নার এই অ্যান্টিক কাচ. রাউন্ড ২...ক্লাসের কাছে আমার ফিরে আসার প্রস্তুতি।"

বোল্ড আউল্যাশ আর নুড মেকআপে মোহময়ী সুস্মিতার এই ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুরাগীরা। কয়েকমাস আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "সঠিক জিনিসটার জন্য আমায় অপেক্ষা করতে হবে।" এবার অপেক্ষার শেষ হল।

২০১৫ সালে বাংলা ছবি 'নির্বাক'-এ সুস্মিতাকে শেষ দেখা গেছিল। আর বলিউডে তারও আগে ২০১০ সালে 'দুলহা মিল গ্যয়া' ছবিতে শেষ দেখা গেছিল তাঁকে। ফলে অপেক্ষাটা বেশ অনেক বছরের ছিল।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.