ETV Bharat / sitara

জুনের শেষে মেডিটেশন ক্লাস করার প্ল্যান ছিল সুশান্তের, বাড়ল সন্দেহ - সুশান্ত সিং রাজপুতের খবর

জুন মাসের শেষে বিশেষ মেডিটেশন ক্লাস জয়েন করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের । জানালেন শ্বেতা সিং কৃতি । যে মানুষটা এত আগে থেকে মেডিটেশন ক্লাস করার পরিকল্পনা করে রেখেছিলেন, তিনি আত্মহত্যা করতে পারেন ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

Sushant Singh Rajput Sister claims
Sushant Singh Rajput Sister claims
author img

By

Published : Aug 1, 2020, 12:38 PM IST

মুম্বই : সুশান্তের ব্যাপারে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে । রহস্য ঘনীভূত হচ্ছে । এবার বোন শ্বেতা সিং কীর্তির নতুন পোস্টে জানা গেল চাঞ্চল্যকর তথ্য । সুশান্ত নাকি জুনের শেষে মেডিটেশন ক্লাস করার প্ল্য়ান করেছিলেন ।

শুধু তাই নয়, প্রতিদিনের রুটিন একটি বোর্ডে লিখে রেখেছিলেন সুশান্ত । সকালে ঘুম থেকে ওঠা শুরু করে বই পড়া, গিটার শেখা, ফিল্ম দেখা সবকিছুই সারিবদ্ধ ভাবে লিখে রেখেছিলেন অভিনেতা ।

সেখানে দু'টি পয়েন্টে একেবারে স্টার মার্কস দিয়ে রেখেছেন সুশান্ত । 29 জুন থেকে ওয়ার্কআউট আর ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন শুরু করার কথা ছিল তাঁর । অথচ 14 জুন নিজেই নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা ?

এই একই প্রশ্ন তুলেছেন সুশান্তের বোন শ্বেতাও । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : সুশান্তের ব্যাপারে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে । রহস্য ঘনীভূত হচ্ছে । এবার বোন শ্বেতা সিং কীর্তির নতুন পোস্টে জানা গেল চাঞ্চল্যকর তথ্য । সুশান্ত নাকি জুনের শেষে মেডিটেশন ক্লাস করার প্ল্য়ান করেছিলেন ।

শুধু তাই নয়, প্রতিদিনের রুটিন একটি বোর্ডে লিখে রেখেছিলেন সুশান্ত । সকালে ঘুম থেকে ওঠা শুরু করে বই পড়া, গিটার শেখা, ফিল্ম দেখা সবকিছুই সারিবদ্ধ ভাবে লিখে রেখেছিলেন অভিনেতা ।

সেখানে দু'টি পয়েন্টে একেবারে স্টার মার্কস দিয়ে রেখেছেন সুশান্ত । 29 জুন থেকে ওয়ার্কআউট আর ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন শুরু করার কথা ছিল তাঁর । অথচ 14 জুন নিজেই নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা ?

এই একই প্রশ্ন তুলেছেন সুশান্তের বোন শ্বেতাও । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.