মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা আজ একটু আবেগপ্রবণ । রাখির দিনে ভাইয়ের হাতটা খুঁজে পাচ্ছেন না তিনি । তাই পুরোনো ছবিতেই সুশান্তকে ফিরে দেখলেন শ্বেতা ।
একঝাঁক পুরোনো ছবির একটি কোলাজ শেয়ার করেছেন শ্বেতা । কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে একেবারে দুধের শিশু সুশান্তকে । ছোট্ট মিষ্টি ভাইকে দিদিরা মিলে আদরে ভরিয়ে দিচ্ছে । আর ভাই সবার মাঝে বসে তা উপভোগ করছে ।
আর একটি ছবিতে কিশোর সুশান্ত । হাসি মুখে সে হাত বাড়িয়ে দিয়েছেন দিদির দিকে । দিদিও উৎসাহের সঙ্গে রাখি পরাচ্ছেন ভাইয়ের হাতে । ক্যাপশনে শ্বেতা লিখেছেন, "হ্যাপি রাখিবন্ধন, আমার মিষ্টি বেবি..আমি তোমায় খুব ভালোবাসি..আর ভালোবেসেও যাব ।"
দেখে নিন শ্বেতার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">