ETV Bharat / sitara

রাখির দিনে ভাইকে ফিরে দেখা.. - Sushant Singh Rajput sister story

আজ রাখি উৎসব । ভাইদের হাতে রাখি পরানোর দিন । তবে সেই সুযোগ আর হল না সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তির । ভাই তো সবাইকে ফাঁকি দিয়ে অনেকদিন আগেই পাড়ি দিয়েছে অন্য দুনিয়ায়...

Sushant Singh Rajput sister story
Sushant Singh Rajput sister story
author img

By

Published : Aug 3, 2020, 1:17 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা আজ একটু আবেগপ্রবণ । রাখির দিনে ভাইয়ের হাতটা খুঁজে পাচ্ছেন না তিনি । তাই পুরোনো ছবিতেই সুশান্তকে ফিরে দেখলেন শ্বেতা ।

একঝাঁক পুরোনো ছবির একটি কোলাজ শেয়ার করেছেন শ্বেতা । কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে একেবারে দুধের শিশু সুশান্তকে । ছোট্ট মিষ্টি ভাইকে দিদিরা মিলে আদরে ভরিয়ে দিচ্ছে । আর ভাই সবার মাঝে বসে তা উপভোগ করছে ।

আর একটি ছবিতে কিশোর সুশান্ত । হাসি মুখে সে হাত বাড়িয়ে দিয়েছেন দিদির দিকে । দিদিও উৎসাহের সঙ্গে রাখি পরাচ্ছেন ভাইয়ের হাতে । ক্যাপশনে শ্বেতা লিখেছেন, "হ্যাপি রাখিবন্ধন, আমার মিষ্টি বেবি..আমি তোমায় খুব ভালোবাসি..আর ভালোবেসেও যাব ।"

দেখে নিন শ্বেতার পোস্ট...

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা আজ একটু আবেগপ্রবণ । রাখির দিনে ভাইয়ের হাতটা খুঁজে পাচ্ছেন না তিনি । তাই পুরোনো ছবিতেই সুশান্তকে ফিরে দেখলেন শ্বেতা ।

একঝাঁক পুরোনো ছবির একটি কোলাজ শেয়ার করেছেন শ্বেতা । কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে একেবারে দুধের শিশু সুশান্তকে । ছোট্ট মিষ্টি ভাইকে দিদিরা মিলে আদরে ভরিয়ে দিচ্ছে । আর ভাই সবার মাঝে বসে তা উপভোগ করছে ।

আর একটি ছবিতে কিশোর সুশান্ত । হাসি মুখে সে হাত বাড়িয়ে দিয়েছেন দিদির দিকে । দিদিও উৎসাহের সঙ্গে রাখি পরাচ্ছেন ভাইয়ের হাতে । ক্যাপশনে শ্বেতা লিখেছেন, "হ্যাপি রাখিবন্ধন, আমার মিষ্টি বেবি..আমি তোমায় খুব ভালোবাসি..আর ভালোবেসেও যাব ।"

দেখে নিন শ্বেতার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.