ETV Bharat / sitara

চেনেন এই অভিনেতাকে ? - shweta singh tiwari on sushant singh rajput

অবশ্যই চেনেন । তবে তাঁর এই বয়সের ছবির সঙ্গে খুব একটা পরিচিত নন কেউ । ইনি সুশান্ত সিং রাজপুত । হ্যাঁ, কিশোর বয়সে এমনই দেখতে ছিল অভিনেতাকে ।

shweta singh tiwari on sushant singh rajput
shweta singh tiwari on sushant singh rajput
author img

By

Published : Sep 27, 2020, 3:16 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বিভিন্ন সময়ের ছবি শেয়ার করছেন দিদি শ্বেতা সিং কীর্তি । সুশান্তের সঙ্গে আরও বেশি করে পরিচয় করাচ্ছেন আমাদের । তাঁর সরল চাহনি, তাঁর নির্মল হাসি বারবার দেখার সুযোগ করে দিচ্ছেন শ্বেতা ।

সম্প্রতি আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি । সেপিয়া টোনে সুশান্তের একটি কিশোর বয়সের ছবি । অভিনেতার এই না দেখা ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।

ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন শ্বেতা । লিখেছেন, "ওই উজ্জ্বল চোখের তারাগুলো....অন্তর্নিহিত সারল্যকে প্রকাশ করে ।"

ছবিটি দেখে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে একটি হার্ট ইমোজি দিয়েছেন । ছোট্টো সেই লাল হৃদয়ের মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী ।

দেখে নিন শ্বেতার পোস্ট...

shweta singh tiwari on sushant singh rajput
.

শ্বেতা আরও একটি ছবি শেয়ার করেছেন সুশান্তের । গুরুদ্বারে গিয়ে হাতজোড় করে প্রার্থনা করছেন অভিনেতা । মন দিয়ে প্রার্থনা করলে সত্যিই ম্যাজিক সম্ভব....লিখেছেন শ্বেতা ।

shweta singh tiwari on sushant singh rajput
.

আজ তিন মাসের বেশি হয়ে গেছে সুশান্ত আমাদের মধ্যে নেই । তাঁর মৃত্যুর তদন্ত করতে গিয়ে অনেক কেউটে বেরিয়ে পড়েছে ইতিমধ্যে । তবুও জানা যায়নি যে, ঠিক কী কারণে মৃত্যুকে বরণ করেছিলেন অভিনেতা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বিভিন্ন সময়ের ছবি শেয়ার করছেন দিদি শ্বেতা সিং কীর্তি । সুশান্তের সঙ্গে আরও বেশি করে পরিচয় করাচ্ছেন আমাদের । তাঁর সরল চাহনি, তাঁর নির্মল হাসি বারবার দেখার সুযোগ করে দিচ্ছেন শ্বেতা ।

সম্প্রতি আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি । সেপিয়া টোনে সুশান্তের একটি কিশোর বয়সের ছবি । অভিনেতার এই না দেখা ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।

ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন শ্বেতা । লিখেছেন, "ওই উজ্জ্বল চোখের তারাগুলো....অন্তর্নিহিত সারল্যকে প্রকাশ করে ।"

ছবিটি দেখে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে একটি হার্ট ইমোজি দিয়েছেন । ছোট্টো সেই লাল হৃদয়ের মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী ।

দেখে নিন শ্বেতার পোস্ট...

shweta singh tiwari on sushant singh rajput
.

শ্বেতা আরও একটি ছবি শেয়ার করেছেন সুশান্তের । গুরুদ্বারে গিয়ে হাতজোড় করে প্রার্থনা করছেন অভিনেতা । মন দিয়ে প্রার্থনা করলে সত্যিই ম্যাজিক সম্ভব....লিখেছেন শ্বেতা ।

shweta singh tiwari on sushant singh rajput
.

আজ তিন মাসের বেশি হয়ে গেছে সুশান্ত আমাদের মধ্যে নেই । তাঁর মৃত্যুর তদন্ত করতে গিয়ে অনেক কেউটে বেরিয়ে পড়েছে ইতিমধ্যে । তবুও জানা যায়নি যে, ঠিক কী কারণে মৃত্যুকে বরণ করেছিলেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.