ETV Bharat / sitara

মৃত্যুর আগে রিয়ার সঙ্গে ঝগড়া সুশান্তের, জানালেন অভিনেতার বোন মিতু - সুশান্ত সিং রাজপুতের বোন

মৃত্যুর কয়েকদিন আগে গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে একটা ঝগড়া হয় সুশান্ত সিং রাজপুতের । বিহার পুলিশকে জানান সুশান্তের বোন মিতু সিং ।

sushant singh rajput argued with rhea chakrabarty
sushant singh rajput argued with rhea chakrabarty
author img

By

Published : Jul 30, 2020, 12:22 PM IST

মুম্বই : প্রতিদিনই সুশান্তের মৃত্যু মামলায় কোনও না কোনও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । রহস্য আরও ঘনীভূত হচ্ছে । সুশান্তের বোন মিতু সিং তেমনই একটি কথা জানালেন বিহার পুলিশকে । তিনি বললেন যে, মৃত্যুর কয়েকদিন আগে রিয়ার সঙ্গে ঝগড়া হয় সুশান্তের ।

তারিখটা 8 জুন, সুশান্তের মৃত্যুর ঠিক 6 দিন আগে । সেদিন নাকি রিয়া ফোন করেন মিতুকে । তিনি নিজেই জানান যে, সুশান্তের সঙ্গে ঝগড়া হয়েছে তাঁর । এই কথা শুনে মিতু বান্দ্রায় চলে আসেন দাদার সঙ্গে থাকতে । কারণ, রিয়া ততক্ষণে সুশান্তকে ছেড়ে চলে গেছেন ।

12 জুন অবধি মিতু ছিলেন সুশান্তের সঙ্গে । কিন্তু, তাঁর নিজের পরিবার আছে, বাচ্চারা আছে । তাই বেশিদিন থাকতে পারেননি মিতু । ফিরে আসেন নিজের বাড়িতে ।

sushant singh rajput argued with rhea chakrabarty
.

আর এর ঠিক দু'দিন পর, অর্থাৎ 14 জুন ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা । মিতু জানতে পারেন যে, ঘরের দরজা খুলছেন না সুশান্ত । তিনি ছুটে যান দাদার ফ্ল্যাটে । কিন্তু, ততক্ষণে সব শেষ । গলায় দড়ি দিয়ে মৃত্যু পথযাত্রী অভিনেতা ।

এই খবর জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে । ETV ভারত খবরের সত্যতা যাচাই করেনি ।

মুম্বই : প্রতিদিনই সুশান্তের মৃত্যু মামলায় কোনও না কোনও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । রহস্য আরও ঘনীভূত হচ্ছে । সুশান্তের বোন মিতু সিং তেমনই একটি কথা জানালেন বিহার পুলিশকে । তিনি বললেন যে, মৃত্যুর কয়েকদিন আগে রিয়ার সঙ্গে ঝগড়া হয় সুশান্তের ।

তারিখটা 8 জুন, সুশান্তের মৃত্যুর ঠিক 6 দিন আগে । সেদিন নাকি রিয়া ফোন করেন মিতুকে । তিনি নিজেই জানান যে, সুশান্তের সঙ্গে ঝগড়া হয়েছে তাঁর । এই কথা শুনে মিতু বান্দ্রায় চলে আসেন দাদার সঙ্গে থাকতে । কারণ, রিয়া ততক্ষণে সুশান্তকে ছেড়ে চলে গেছেন ।

12 জুন অবধি মিতু ছিলেন সুশান্তের সঙ্গে । কিন্তু, তাঁর নিজের পরিবার আছে, বাচ্চারা আছে । তাই বেশিদিন থাকতে পারেননি মিতু । ফিরে আসেন নিজের বাড়িতে ।

sushant singh rajput argued with rhea chakrabarty
.

আর এর ঠিক দু'দিন পর, অর্থাৎ 14 জুন ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা । মিতু জানতে পারেন যে, ঘরের দরজা খুলছেন না সুশান্ত । তিনি ছুটে যান দাদার ফ্ল্যাটে । কিন্তু, ততক্ষণে সব শেষ । গলায় দড়ি দিয়ে মৃত্যু পথযাত্রী অভিনেতা ।

এই খবর জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে । ETV ভারত খবরের সত্যতা যাচাই করেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.