ETV Bharat / sitara

মৃত্যুর পর সুশান্তের ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়েই চলেছে - Sushant Singh Rajput after demise

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে ।

Sushant Singh Rajpuit Instagram follower
Sushant Singh Rajpuit Instagram follower
author img

By

Published : Jun 26, 2020, 10:50 PM IST

মুম্বই : সোশাল মিডিয়া এখন আমাদের মস্তিষ্কের আয়না হয়ে উঠেছে । দেশের জনতা কী ভাবছেন, কোন তারকা ট্রেন্ডিং, কোন ফ্যাশন স্টেটমেন্ট ইন, কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি এসব বুঝতে গেলে সোশাল মিডিয়ায় চোখ রাখতে হয় । কারণ এখন সবাই সবকিছু সোশাল মিডিয়ায় শেয়ার করেন ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে নিয়ে মানুষের আবেগ আকাশ ছুঁয়েছে । ছেলেটা কত যন্ত্রণাকে বুকে আঁকড়ে এই পৃথিবী ছেড়েছে সেটা ভেবেই শোকে ডুবছেন দেশবাসী । অর্থ, যশ, সাফল্য পাওয়ার পরও সেদিন সুশান্ত একা একা নিজের জীবনকে শেষ করেছিলেন । তাঁর প্রতি শ্রদ্ধা,ভালোবাসা জানানোর জন্য সোশাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন তাঁর অনুরাগীরা ।

সুশান্তের ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ছে তাই তরতর করে । মৃত্যুর আগের দিন অবধি প্রায় 10 মিলিয়ন ফলোয়ার ছিল তাঁর । সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 13.9 মিলিয়নে । অর্থাৎ প্রায় তিন মিলিয়ন ফলোয়ার বেড়েছে তাঁর ।

Sushant Singh Rajpuit Instagram follower
সৌজন্যে সুশান্তের ইনস্টাগ্রাম

যে মানুষগুলো সুশান্তকে মৃত্যুর পর ফলো করছেন, তাঁরা যদি মৃত্যুর আগেই ফলো করতে তাহলে কি পরিস্থিতিটা অন্যরকম হত ? তাহলে কি অবসাদে ভুগতেন না সুশান্ত ? সেই উত্তর অজানাই থেকে গেল ।

মুম্বই : সোশাল মিডিয়া এখন আমাদের মস্তিষ্কের আয়না হয়ে উঠেছে । দেশের জনতা কী ভাবছেন, কোন তারকা ট্রেন্ডিং, কোন ফ্যাশন স্টেটমেন্ট ইন, কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি এসব বুঝতে গেলে সোশাল মিডিয়ায় চোখ রাখতে হয় । কারণ এখন সবাই সবকিছু সোশাল মিডিয়ায় শেয়ার করেন ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে নিয়ে মানুষের আবেগ আকাশ ছুঁয়েছে । ছেলেটা কত যন্ত্রণাকে বুকে আঁকড়ে এই পৃথিবী ছেড়েছে সেটা ভেবেই শোকে ডুবছেন দেশবাসী । অর্থ, যশ, সাফল্য পাওয়ার পরও সেদিন সুশান্ত একা একা নিজের জীবনকে শেষ করেছিলেন । তাঁর প্রতি শ্রদ্ধা,ভালোবাসা জানানোর জন্য সোশাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন তাঁর অনুরাগীরা ।

সুশান্তের ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ছে তাই তরতর করে । মৃত্যুর আগের দিন অবধি প্রায় 10 মিলিয়ন ফলোয়ার ছিল তাঁর । সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 13.9 মিলিয়নে । অর্থাৎ প্রায় তিন মিলিয়ন ফলোয়ার বেড়েছে তাঁর ।

Sushant Singh Rajpuit Instagram follower
সৌজন্যে সুশান্তের ইনস্টাগ্রাম

যে মানুষগুলো সুশান্তকে মৃত্যুর পর ফলো করছেন, তাঁরা যদি মৃত্যুর আগেই ফলো করতে তাহলে কি পরিস্থিতিটা অন্যরকম হত ? তাহলে কি অবসাদে ভুগতেন না সুশান্ত ? সেই উত্তর অজানাই থেকে গেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.