ETV Bharat / sitara

সুশান্ত মামলা : আজই চার্জশিট জমা দেবে এনসিবি - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের পাশাপাশি একটি ড্রাগ মামলাও চলছিল । তদন্ত করছিল নারকোটিক্স কন্ট্রোল বিওরো (এনসিবি) । অভিযোগ উঠেছিল সুশান্ত নিয়মিত ড্রাগ নিতেন । আজ নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্স কোর্ট অর্থাৎ এনডিপিএস কোর্টে এই কেসের চার্জশিট পেশ করবে এনসিবি ।

Sushant Singh Rajput drug case
Sushant Singh Rajput drug case
author img

By

Published : Mar 5, 2021, 12:38 PM IST

মুম্বই : আগামী 14 জুন সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী । তবে এখনও তাঁর মৃত্যু রহস্যের কোনও কিনারা করতে পারেনি সিবিআই । এদিকে অভিনেতার মৃত্যুতদন্তের পাশাপাশি এই কেস সম্পর্কিত একটি ড্রাগ মামলাও চলছিল এতদিন । আজ সেই মামলার চার্জশিট পেশ করবে এনসিবি ।

এএনআই সূত্রে জানা যাচ্ছে যে, আজই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্স কোর্ট অর্থাৎ এনডিপিএস কোর্টে এই কেসের চার্জশিট পেশ করবে এনসিবি ।

সুশান্তের মৃত্যুর তদন্ত করতে নেমে একটা মাদকচক্রের সন্ধান পায় সিবিআই । অভিযোগ ওঠে যে, সুশান্ত নাকি নিয়মিত ড্রাগ নিতেন এবং তাঁকে ড্রাগের যোগান দিতেন বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ।

  • Mumbai: Narcotics Control Bureau to file charge sheet in Sushant Singh Rajput related drug case in Special NDPS court today. Actor Rhea Chakraborty, her brother and others are accused in the case

    — ANI (@ANI) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই তথ্য সামনে আসার পর একটি প্যারালাল তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো বা এনসিবি । বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এবং প্রভাবশালীর নাম উঠে আসে এই মামলায়, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় । গ্রেপ্তার করা হয় একাধিক ড্রাগ ডিলারকে ।

এতদিন ধরে চলা এই মামলার যবনিকা পতন হতে চলেছে আজ । এনসিবির চার্জশিটে কী লেখা থাকবে ? অপেক্ষায় পুরো দেশ ।

মুম্বই : আগামী 14 জুন সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী । তবে এখনও তাঁর মৃত্যু রহস্যের কোনও কিনারা করতে পারেনি সিবিআই । এদিকে অভিনেতার মৃত্যুতদন্তের পাশাপাশি এই কেস সম্পর্কিত একটি ড্রাগ মামলাও চলছিল এতদিন । আজ সেই মামলার চার্জশিট পেশ করবে এনসিবি ।

এএনআই সূত্রে জানা যাচ্ছে যে, আজই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্স কোর্ট অর্থাৎ এনডিপিএস কোর্টে এই কেসের চার্জশিট পেশ করবে এনসিবি ।

সুশান্তের মৃত্যুর তদন্ত করতে নেমে একটা মাদকচক্রের সন্ধান পায় সিবিআই । অভিযোগ ওঠে যে, সুশান্ত নাকি নিয়মিত ড্রাগ নিতেন এবং তাঁকে ড্রাগের যোগান দিতেন বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ।

  • Mumbai: Narcotics Control Bureau to file charge sheet in Sushant Singh Rajput related drug case in Special NDPS court today. Actor Rhea Chakraborty, her brother and others are accused in the case

    — ANI (@ANI) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই তথ্য সামনে আসার পর একটি প্যারালাল তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো বা এনসিবি । বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এবং প্রভাবশালীর নাম উঠে আসে এই মামলায়, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় । গ্রেপ্তার করা হয় একাধিক ড্রাগ ডিলারকে ।

এতদিন ধরে চলা এই মামলার যবনিকা পতন হতে চলেছে আজ । এনসিবির চার্জশিটে কী লেখা থাকবে ? অপেক্ষায় পুরো দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.