ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যা মামলায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরকে তলব পুলিশের - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় মুম্বই পুলিশ তলব করল যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে । ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Sushant Singh Rajput casting director
Sushant Singh Rajput casting director
author img

By

Published : Jun 27, 2020, 4:37 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছিলেন সেটা তাঁর পোস্টমর্টেম রিপোর্টে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে । কিন্তু, কেন এমন সিদ্ধান্ত নিলেন সুশান্ত ? কেনই বা অবসাদের শিকার হতে হল তাঁকে ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন মুম্বই পুলিশ । আর তাই তলব করা হল যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে ।

বান্দ্রার পুলিশ স্টেশনে শানুকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ । সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তি নিয়েও ডিটেলে এদিন আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর ।


আরও পড়ুন : সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তিপত্র খতিয়ে দেখবে পুলিশ

এখনও অবধি যশরাজের সঙ্গে 2 টো ফিল্মে অভিনয় করেছেন সুশান্ত । 2013 সালে 'শুধ দেসি রোম্যান্স' এবং 2015 সালে 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' । এছাড়াও শেখর কাপুর পরিচালিত 'পানি' ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের ।

তবে এটাও শোনা যায় যে, যশরাজ ফিল্মস এই প্রোজেক্ট থেকে পিছিয়ে গেছিল । পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ । আর সেই সূত্রেই শানুকে তলব পুলিশের ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছিলেন সেটা তাঁর পোস্টমর্টেম রিপোর্টে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে । কিন্তু, কেন এমন সিদ্ধান্ত নিলেন সুশান্ত ? কেনই বা অবসাদের শিকার হতে হল তাঁকে ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন মুম্বই পুলিশ । আর তাই তলব করা হল যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে ।

বান্দ্রার পুলিশ স্টেশনে শানুকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ । সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তি নিয়েও ডিটেলে এদিন আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর ।


আরও পড়ুন : সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তিপত্র খতিয়ে দেখবে পুলিশ

এখনও অবধি যশরাজের সঙ্গে 2 টো ফিল্মে অভিনয় করেছেন সুশান্ত । 2013 সালে 'শুধ দেসি রোম্যান্স' এবং 2015 সালে 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' । এছাড়াও শেখর কাপুর পরিচালিত 'পানি' ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের ।

তবে এটাও শোনা যায় যে, যশরাজ ফিল্মস এই প্রোজেক্ট থেকে পিছিয়ে গেছিল । পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ । আর সেই সূত্রেই শানুকে তলব পুলিশের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.