ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবিতে চিঠি সুব্রমনিয়মের, প্রাপ্তি স্বীকার PMO-র - PM Modi on sushant

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একটি পালটা চিঠি পাঠানো হয়েছে সুব্রমনিয়ম স্বামীকে । যেখানে লেখা আছে, “15 জুলাই আপনার পাঠানো সংশ্লিষ্ট বিষয়ের আবেদনপত্র আমি পেয়েছি ।” এ নিয়ে কবে আলোচনা হবে তা অবশ্য কিছুই জানানো হয়নি । বিষয়টি টুইটারে জানিয়েছেন সুব্রমনিয়ম স্বামী নিজেই ।

asd
asd
author img

By

Published : Jul 26, 2020, 7:30 PM IST

Updated : Jul 27, 2020, 11:40 AM IST

মুম্বই : 14 জুলাই বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তবে রাজ্য পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না অনেকেই । তাই CBI তদন্তের দাবি জানিয়েছেন একাধিক বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও । সরব হয়েছিলেন সুশান্তের অনুরাগীরাও । আর এবার CBI তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমনিয়ম স্বামী । সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একটি পালটা চিঠি পাঠানো হয়েছে স্বামীকে । যেখানে লেখা আছে, “15 জুলাই আপনার পাঠানো সংশ্লিষ্ট বিষয়ের আবেদনপত্র আমি পেয়েছি ।” তবে এ নিয়ে কবে আলোচনা হবে তা অবশ্য কিছুই জানানো হয়নি । বিষয়টি টুইটারে জানিয়েছেন স্বামী নিজেই ।

zsd
PMO-র উত্তর

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়ে ওই চিঠিতে স্বামী লেখেন, "আমার মুম্বইয়ের সূত্র থেকে জানতে পেরেছি যে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । যাতে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানো যায় ।"

zx
সুব্রমনিয়ম স্বামীর চিঠি
asd
সুব্রমনিয়ম স্বামীর চিঠি

14 জুন সুশান্তের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । তাঁর মৃত্যুর সঙ্গে উঠে এসেছিল একাধিক প্রশ্ন । আসলে একজন সফল অভিনেতা কেন আত্মহননের পথ বেছে নিলেন সেটাই এখনও বুঝতে পারেননি কেউই । ঘনিষ্ঠদের একাংশের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই পথ বেছে নিয়েছেন তিনি । আবার কারও মতে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ । আবার অনেকে বলছেন সুশান্ত আত্মহত্যা করেননি ।

মুম্বই : 14 জুলাই বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তবে রাজ্য পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না অনেকেই । তাই CBI তদন্তের দাবি জানিয়েছেন একাধিক বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও । সরব হয়েছিলেন সুশান্তের অনুরাগীরাও । আর এবার CBI তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমনিয়ম স্বামী । সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একটি পালটা চিঠি পাঠানো হয়েছে স্বামীকে । যেখানে লেখা আছে, “15 জুলাই আপনার পাঠানো সংশ্লিষ্ট বিষয়ের আবেদনপত্র আমি পেয়েছি ।” তবে এ নিয়ে কবে আলোচনা হবে তা অবশ্য কিছুই জানানো হয়নি । বিষয়টি টুইটারে জানিয়েছেন স্বামী নিজেই ।

zsd
PMO-র উত্তর

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়ে ওই চিঠিতে স্বামী লেখেন, "আমার মুম্বইয়ের সূত্র থেকে জানতে পেরেছি যে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । যাতে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানো যায় ।"

zx
সুব্রমনিয়ম স্বামীর চিঠি
asd
সুব্রমনিয়ম স্বামীর চিঠি

14 জুন সুশান্তের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । তাঁর মৃত্যুর সঙ্গে উঠে এসেছিল একাধিক প্রশ্ন । আসলে একজন সফল অভিনেতা কেন আত্মহননের পথ বেছে নিলেন সেটাই এখনও বুঝতে পারেননি কেউই । ঘনিষ্ঠদের একাংশের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই পথ বেছে নিয়েছেন তিনি । আবার কারও মতে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ । আবার অনেকে বলছেন সুশান্ত আত্মহত্যা করেননি ।

Last Updated : Jul 27, 2020, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.