ETV Bharat / sitara

"সুশান্তের সঙ্গে কোনওদিন দেখাই হয়নি", ED-র তলব পেয়ে বললেন গোয়ার ব্যবসায়ী - Gaurav Arya ED

সুশান্তের মৃত্যু মামলায় এবার ED-র তরফে তলব করা হল গোয়ার এক হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে । আগামীকাল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ।

asd
asd
author img

By

Published : Aug 30, 2020, 4:07 PM IST

পানাজি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার গোয়ার এক হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । শুক্রবার তাঁকে তলব করেন তদন্তকারীরা । আগামীকাল তাঁকে মুম্বইয়ের ED দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে ।

আজ সকালে গোয়া থেকে বিমানে মুম্বইয়ের জন্য রওনা দেন গৌরব । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি কখনও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করিনি । এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই । 2017 সালে রিয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছিল ।"

সুশান্তের ড্রাগ নেওয়ার কথা তদন্তকারীদের জানায় পরিচারক দীপেশ । এদিকে রিয়া জীবনে কখনও ড্রাগ নেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । তবে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে রিয়ার যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছে ED । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা । এরপর রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে NCB । মাদক সঙ্গে রাখা, সেবন করা ও পাচার করার মতো একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো

রিয়ার ফোন থেকে কিছু মেসেজ ডিলিট করার সন্ধায় পায় ED । সেখানে ড্রাগ সরবরাহ নিয়ে আলোচনা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের । সূত্রের খবর, রিয়ার সঙ্গে ড্রাগ লেনদেনের বিষয় জড়িত ছিলেন কি না তা নিয়ে আগামীকাল গৌরবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।

পানাজি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার গোয়ার এক হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । শুক্রবার তাঁকে তলব করেন তদন্তকারীরা । আগামীকাল তাঁকে মুম্বইয়ের ED দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে ।

আজ সকালে গোয়া থেকে বিমানে মুম্বইয়ের জন্য রওনা দেন গৌরব । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি কখনও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করিনি । এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই । 2017 সালে রিয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছিল ।"

সুশান্তের ড্রাগ নেওয়ার কথা তদন্তকারীদের জানায় পরিচারক দীপেশ । এদিকে রিয়া জীবনে কখনও ড্রাগ নেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । তবে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে রিয়ার যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছে ED । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা । এরপর রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে NCB । মাদক সঙ্গে রাখা, সেবন করা ও পাচার করার মতো একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো

রিয়ার ফোন থেকে কিছু মেসেজ ডিলিট করার সন্ধায় পায় ED । সেখানে ড্রাগ সরবরাহ নিয়ে আলোচনা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের । সূত্রের খবর, রিয়ার সঙ্গে ড্রাগ লেনদেনের বিষয় জড়িত ছিলেন কি না তা নিয়ে আগামীকাল গৌরবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.