ETV Bharat / sitara

"সুশান্ত আত্মহত্যা করার মতো মানুষই নয়", বিস্ফোরক অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার নিজের প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক দাবি জানালেন অঙ্কিতা ।

Ankita lokhande on sushant singh Rajput
Ankita lokhande on sushant singh Rajput
author img

By

Published : Jul 31, 2020, 9:47 AM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে প্রায় সমস্ত সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, আত্মহত্যা করেছেন অভিনেতা । ডিপ্রেশনকেই তাঁর আত্মহত্যার কারণ হিসেবে ধরা হয় । কিন্তু, এই থিওরি মানতে নারাজ সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ।

অঙ্কিতা বলেন, "সুশান্ত আত্মহত্যা করার মতো মানুষই নয় । আমরা একসঙ্গে এর থেকে অনেক বড় সমস্যা সামলেছি । ও সবসময় খুব খুশি থাকত । ওঁর ডিপ্রেশন হল কী করে ?"

"আমি সুশান্তকে যতটা জানি, ও কখনই ডিপ্রেসড হতে পারে না । আমি সুশান্তের মতো মানুষ দেখিনি, যে ডায়রিতে নিজের স্বপ্ন লিখে রাখত । পাঁচ বছর পর ও নিজেকে কোথায় দেখতে চায়, সেটা অবধি লিখে রাখত সুশান্ত । ওঁর মতো মানুষকে 'ডিপ্রেসড' তকমা দিয়ে দেওয়া হল...দেখে খুব কষ্ট হয়েছে ।", বলে চলেন অভিনেত্রী ।

Ankita lokhande on sushant singh Rajput
.

সুশান্ত অনেক মানুষের অনুপ্রেরণা ছিলেন, আছেন ও থাকবেন । আর ওঁকে সেভাবেই মনে রেখে দিতে চান অঙ্কিতা । "আমি চাই না, সুশান্তকে সবাই এক ডিপ্রেসড অভিনেতা হিসেবে মনে রাখুক । ও যেন হিরোর মতোই মনে থেকে যায়..." যন্ত্রণা মেশানো গলায় বললেন অঙ্কিতা ।

অভিনেত্রীর এই বক্তব্য কি সুশান্ত মামলায় কোনও সাহায্য করতে পারবে ? দেখা যাক..

মুম্বই : সুশান্তের মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে প্রায় সমস্ত সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, আত্মহত্যা করেছেন অভিনেতা । ডিপ্রেশনকেই তাঁর আত্মহত্যার কারণ হিসেবে ধরা হয় । কিন্তু, এই থিওরি মানতে নারাজ সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ।

অঙ্কিতা বলেন, "সুশান্ত আত্মহত্যা করার মতো মানুষই নয় । আমরা একসঙ্গে এর থেকে অনেক বড় সমস্যা সামলেছি । ও সবসময় খুব খুশি থাকত । ওঁর ডিপ্রেশন হল কী করে ?"

"আমি সুশান্তকে যতটা জানি, ও কখনই ডিপ্রেসড হতে পারে না । আমি সুশান্তের মতো মানুষ দেখিনি, যে ডায়রিতে নিজের স্বপ্ন লিখে রাখত । পাঁচ বছর পর ও নিজেকে কোথায় দেখতে চায়, সেটা অবধি লিখে রাখত সুশান্ত । ওঁর মতো মানুষকে 'ডিপ্রেসড' তকমা দিয়ে দেওয়া হল...দেখে খুব কষ্ট হয়েছে ।", বলে চলেন অভিনেত্রী ।

Ankita lokhande on sushant singh Rajput
.

সুশান্ত অনেক মানুষের অনুপ্রেরণা ছিলেন, আছেন ও থাকবেন । আর ওঁকে সেভাবেই মনে রেখে দিতে চান অঙ্কিতা । "আমি চাই না, সুশান্তকে সবাই এক ডিপ্রেসড অভিনেতা হিসেবে মনে রাখুক । ও যেন হিরোর মতোই মনে থেকে যায়..." যন্ত্রণা মেশানো গলায় বললেন অঙ্কিতা ।

অভিনেত্রীর এই বক্তব্য কি সুশান্ত মামলায় কোনও সাহায্য করতে পারবে ? দেখা যাক..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.