ETV Bharat / sitara

বলিউডে আত্মপ্রকাশের আগেই আইনি নোটিস সুশান্তের মতো দেখতে টিকটক স্টারকে - Suicide Or Murder hero Sachin Tiwari

'শশাঙ্ক' নামে একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন প্রযোজক মারুত সিং ও পরিচালক সনোজ শর্মা । বলিউডের নেপোটিজ়মের গল্প তুলে ধরার কথা ছিল এই ছবিতে । আর সেখানে সুশান্তের চরিত্রে অভিনয় করতেন সচিন । প্রযোজক ও পরিচালকের অভিযোগ, ছবির গল্প সচিনকে বলা হয়েছিল । সেই গল্প অন্য প্রযোজককে গিয়ে বলে দিয়েছেন তিনি । এর জন্য অভিনেতাকে আইনি নোটিসও পাঠিয়েছেন তাঁরা ।

kjk
jk
author img

By

Published : Aug 26, 2020, 8:21 AM IST

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । এই ঘটনার কয়েকদিন পরই প্রয়াত অভিনেতার গল্পকে নিয়ে ছবি তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন প্রযোজক বিজয় শেখর গুপ্ত । যার নাম 'সুইসাইড অউর মার্ডার'। অন্যদিকে এই একই বিষয় নিয়ে আরও একটি ছবি তৈরির কথা ঘোষণা করেন পরিচালক সনোজ শর্মা । আর সেই ছবিতে অভিনয় করার কথা ছিল টিকটিক স্টার সচিন তিওয়ারির । যাঁকে দেখতে একেবারে সুশান্তের মতোই । তাঁকে নিয়েই এবার টানাটানি চলছে দুই প্রযোজনা সংস্থার মধ্যে । তাই ছবি মুক্তির অনেক আগেই এবার আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়লেন এই অভিনেতা ।

'শশাঙ্ক' নামে একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন প্রযোজক মারুত সিং ও পরিচালক সনোজ শর্মা । বলিউডের নেপোটিজ়মের গল্প তুলে ধরার কথা ছিল এই ছবিতে । আর সেখানে সুশান্তের চরিত্রে অভিনয় করতেন সচিন । প্রযোজক ও পরিচালকের অভিযোগ, ছবির গল্প সচিনকে বলা হয়েছিল । সেই গল্প অন্য প্রযোজককে গিয়ে বলে দিয়েছেন তিনি । এর জন্য অভিনেতাকে আইনি নোটিসও পাঠিয়েছেন তাঁরা ।

এ প্রসঙ্গে মারুত সিং বলেন, "এক মাস হয়ে গেল আমরা সচিনকে আইনি নোটিস পাঠিয়েছি । কিন্তু, তিনি এখনও কোনও জবাব দেননি । এমনকী, আমাদের ফোনও ধরছেন না । আমি জানতে পেরেছি যে ওই ছবির গল্প অন্য প্রযোজক ও পরিচালকের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি ।"

আর এ প্রসঙ্গে সনোজ মিশ্র বলেন, "বলিউডের নেপোটিজ়ম ও সুশান্ত সিং রাজপুতের মতো একজন তারকার মৃত্যু নিয়ে ছবি তৈরির চিন্তাভাবনা সবার প্রথমে আমাদের মাথাতেই আসে । এরপর আমরা ছবির গল্প সচিন তিওয়ারিকে শুনিয়েছিলাম । কিন্তু, দুর্ভাগ্যজনক যে তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন । আর এই গল্পটা অন্য কোনও চলচ্চিত্র নির্মাতাকে গিয়ে শুনিয়ে দিয়েছেন ।"

এক্ষেত্রে অবশ্য সনোজ ও মারুত কেউই কোনও পরিচালক বা প্রযোজকের নাম প্রকাশ্যে আনেননি । তবে দুটি ছবির গল্প প্রায় একই রকম । একজন আউটসাইডারকে কীভাবে বলিউড মাফিয়া ও নেপোটিজ়মের শিকার হতে হয় সেই গল্প তুলে ধরা হবে 'সুইসাইড অউর মার্ডার' ছবিতে । অন্যদিকে, 'শশাঙ্ক'-এ ফুটে উঠবে ছোটো শহর থেকে আসা এক তারকার লড়াইয়ের কাহিনি । সেখানে এক প্রযোজকের চরিত্রে দেখা যাবে আরিয়া বব্বরকে ।

ছবি প্রসঙ্গে সনোজ বলেন, "আমরা কোনও বিখ্যাত প্রযোজকের নাম ব্যবহার করতে চাইনি । তবে বলিউডের একাধিক প্রযোজক ও স্টুডিয়ো মাফিয়া নেটওয়ার্ক ও নেপোটিজ়মের দ্বারা চালিত হয়ে থাকে । তারা কখনওই বাইরে থেকে আসা কোনও তারকা বা পরিচালককে এখানে ক্যারিয়ার তৈরি করতে দেয় না । 'শশাঙ্ক'-এ বলিউডের কালো দিকটাই তুলে ধরা হবে ।"

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । এই ঘটনার কয়েকদিন পরই প্রয়াত অভিনেতার গল্পকে নিয়ে ছবি তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন প্রযোজক বিজয় শেখর গুপ্ত । যার নাম 'সুইসাইড অউর মার্ডার'। অন্যদিকে এই একই বিষয় নিয়ে আরও একটি ছবি তৈরির কথা ঘোষণা করেন পরিচালক সনোজ শর্মা । আর সেই ছবিতে অভিনয় করার কথা ছিল টিকটিক স্টার সচিন তিওয়ারির । যাঁকে দেখতে একেবারে সুশান্তের মতোই । তাঁকে নিয়েই এবার টানাটানি চলছে দুই প্রযোজনা সংস্থার মধ্যে । তাই ছবি মুক্তির অনেক আগেই এবার আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়লেন এই অভিনেতা ।

'শশাঙ্ক' নামে একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন প্রযোজক মারুত সিং ও পরিচালক সনোজ শর্মা । বলিউডের নেপোটিজ়মের গল্প তুলে ধরার কথা ছিল এই ছবিতে । আর সেখানে সুশান্তের চরিত্রে অভিনয় করতেন সচিন । প্রযোজক ও পরিচালকের অভিযোগ, ছবির গল্প সচিনকে বলা হয়েছিল । সেই গল্প অন্য প্রযোজককে গিয়ে বলে দিয়েছেন তিনি । এর জন্য অভিনেতাকে আইনি নোটিসও পাঠিয়েছেন তাঁরা ।

এ প্রসঙ্গে মারুত সিং বলেন, "এক মাস হয়ে গেল আমরা সচিনকে আইনি নোটিস পাঠিয়েছি । কিন্তু, তিনি এখনও কোনও জবাব দেননি । এমনকী, আমাদের ফোনও ধরছেন না । আমি জানতে পেরেছি যে ওই ছবির গল্প অন্য প্রযোজক ও পরিচালকের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি ।"

আর এ প্রসঙ্গে সনোজ মিশ্র বলেন, "বলিউডের নেপোটিজ়ম ও সুশান্ত সিং রাজপুতের মতো একজন তারকার মৃত্যু নিয়ে ছবি তৈরির চিন্তাভাবনা সবার প্রথমে আমাদের মাথাতেই আসে । এরপর আমরা ছবির গল্প সচিন তিওয়ারিকে শুনিয়েছিলাম । কিন্তু, দুর্ভাগ্যজনক যে তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন । আর এই গল্পটা অন্য কোনও চলচ্চিত্র নির্মাতাকে গিয়ে শুনিয়ে দিয়েছেন ।"

এক্ষেত্রে অবশ্য সনোজ ও মারুত কেউই কোনও পরিচালক বা প্রযোজকের নাম প্রকাশ্যে আনেননি । তবে দুটি ছবির গল্প প্রায় একই রকম । একজন আউটসাইডারকে কীভাবে বলিউড মাফিয়া ও নেপোটিজ়মের শিকার হতে হয় সেই গল্প তুলে ধরা হবে 'সুইসাইড অউর মার্ডার' ছবিতে । অন্যদিকে, 'শশাঙ্ক'-এ ফুটে উঠবে ছোটো শহর থেকে আসা এক তারকার লড়াইয়ের কাহিনি । সেখানে এক প্রযোজকের চরিত্রে দেখা যাবে আরিয়া বব্বরকে ।

ছবি প্রসঙ্গে সনোজ বলেন, "আমরা কোনও বিখ্যাত প্রযোজকের নাম ব্যবহার করতে চাইনি । তবে বলিউডের একাধিক প্রযোজক ও স্টুডিয়ো মাফিয়া নেটওয়ার্ক ও নেপোটিজ়মের দ্বারা চালিত হয়ে থাকে । তারা কখনওই বাইরে থেকে আসা কোনও তারকা বা পরিচালককে এখানে ক্যারিয়ার তৈরি করতে দেয় না । 'শশাঙ্ক'-এ বলিউডের কালো দিকটাই তুলে ধরা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.