মুম্বই : এখন অনেকটাই সুস্থ আছেন বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি । চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি । শীঘ্রই তিনি কাজে যোগ দেবেন বলে জানানো হয়েছে তাঁর ম্যানেজার বিবেক সিধওয়ানির তরফে ।
একটি সংবাদসংস্থাকে সিধওয়ানি বলেন, "চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সুরেখা । পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও কয়েকদিন সময় লাগবে । ফিজ়িওথেরাপি করা হচ্ছে । তার পাশাপাশি ওষুধও চলছে । উনি মানসিকভাবে খুবই শক্তিশালী । তাঁর অসম্ভব মনের জোর । এর মধ্যেই কাজে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি । যাই হোক তার জন্য কিছুটা সময় লাগবে ।"
8 সেপ্টেম্বর ব্রেন স্ট্রোক হয়েছিল সুরেখার । সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের একটি হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । তবে এটাই প্রথমবার নয়, এর আগেও 2018 সালে তাঁর প্রথমবার ব্রেন স্ট্রোক হয়েছিল । যাই হোক দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের পর এখন তিনি অনেকটাই সুস্থ । চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন ।
শেষবার জ়োয়া আখতারের 'ঘোস্ট স্টোরিজ়'-এ দেখা গিয়েছিল সুরেখাকে । এছাড়া 'বধাই হো', 'মাম্মো' ও 'তামাস' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি ।