লক অ্যাঞ্জেলস : কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছিল লকডাউন । ওই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বন্ধ ছিল সব দোকানই । এমনকী, বন্ধ রাখা হয় পার্লার ও জিমও । যার জেরে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যা পড়েছিলেন তারকারাও । অগত্যা বাড়িতেই ত্বকের পরিচর্যার পাশাপাশি শরীরচর্চাও সারেন তাঁরা । একই অবস্থা ছিল লস অ্যাঞ্জেলসেও । যার কারণে সমস্যায় পড়েছিলেন সানি লিওনি ।
তবে লস অ্যাঞ্জেলসে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । শিথিল হচ্ছে লকডাউন । খুলছে দোকানপাট । সম্প্রতি জিমও খুলেছে সেখানে । আর তাই তিন মাস পর জিমে গেলেন সানি । জিমে গিয়ে বেশ খুশি অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে ওয়ার্কআউটের একটি ভিডিয়ো পোস্ট করেন সানি । সেখানে জিমের মধ্যে মুখে মাস্ক পরে ওয়ার্কআউট করতে দেখা গিয়েছে তাঁকে । এর ক্যাপশনে লেখেন, "3 মাস পরে অবশেষে খুলল জিম ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
লকডাউন জারি হওয়ার সময় তিন সন্তান নিশা, আশের ও নোয়াকে নিয়ে অ্যামেরিকায় চলে যান সানি ও ড্যানিয়েল ওয়েবার । কোরোনা সংক্রমণের হাত থেকে সন্তানদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নেন তাঁরা । সেখানে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের । কখনও ফার্ম থেকে সবজি তুলছেন । আবার কখনও মুক্ত বাতাস নিতে সময় কাটাচ্ছেন প্রকৃতির মাঝে । আর সেই সব মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।
কিন্তু, পরিস্থিতি একটু ঠিক হতেই মুম্বইতে ফেরার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সানি । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান অভিনেত্রী ।