ETV Bharat / sitara

রবিবার করিনার কাছে দিবাস্বপ্ন দেখার দিন - sunday in day dreaming for kareena

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন করিনা । তার ক্যাপশনে লেখেন, "রবিবার শুধুমাত্র দিবাস্বপ্ন দেখার আর স্মৃতি রোমন্থন করার দিন ।"

sdf
sdf
author img

By

Published : May 18, 2020, 10:04 AM IST

মুম্বই : রোদ ঝলমলে সকাল । রাস্তার পাশে থাকা ঘাসের উপর আধশোয়া অবস্থায় রয়েছেন করিনা কাপুর খান । তাঁর পাশে হাসি মুখে বসে রয়েছেন এক মহিলা । আর স্ট্রলারে বসে ছোট্ট তইমুর । সম্প্রতি পুরোনো এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিনা ।

ছবির ক্যাপশনে লেখেন, "রবিবার শুধুমাত্র দিবাস্বপ্ন দেখার আর স্মৃতি রোমন্থন করার দিন ।"

লকডাউনের মধ্যে এখন বাড়িতেই দিন কাটছে করিনার । তইমুর ও সইফ আলি খানের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি । কখনও তইমুরের সঙ্গে ছবি আঁকছেন । আবার কখনও ছেলের আঁকা ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । এক কথায় লকডাউনে সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় বেবো । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন তিনি ।

তবে লকডাউনে বাড়িতে বসে থাকতে একেবারেই ভালো লাগছে না করিনার । তাই সময় পেলেই তিনি ঘুরে আসছেন স্মৃতির সরণি বেয়ে । হাতে কাজ না থাকলেই ঘুরতে যেতেন তিনি । কিন্তু, এখন লকডাউনের জেরে তাও সম্ভব হচ্ছে না । তবে এতদিন যে সব জায়গায় ঘুরতে গিয়েছিল সেখানকার সুন্দর স্মৃতি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তিনি ।

কখনও সইফের সঙ্গে ঘুরতে যাওয়া, আবার কখনও নিজের গার্ল গ্যাংয়ের । মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার পুরোনো ছবি পোস্ট করে জানিয়ে দিচ্ছেন যে তিনি ঘুরতে যাওয়াকে কতটা মিস করছেন । তাই আর পাঁচজনের মতো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন করিনাও ।

কাজের দিক থেকে লকডাউনের 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত চিলেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : রোদ ঝলমলে সকাল । রাস্তার পাশে থাকা ঘাসের উপর আধশোয়া অবস্থায় রয়েছেন করিনা কাপুর খান । তাঁর পাশে হাসি মুখে বসে রয়েছেন এক মহিলা । আর স্ট্রলারে বসে ছোট্ট তইমুর । সম্প্রতি পুরোনো এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিনা ।

ছবির ক্যাপশনে লেখেন, "রবিবার শুধুমাত্র দিবাস্বপ্ন দেখার আর স্মৃতি রোমন্থন করার দিন ।"

লকডাউনের মধ্যে এখন বাড়িতেই দিন কাটছে করিনার । তইমুর ও সইফ আলি খানের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি । কখনও তইমুরের সঙ্গে ছবি আঁকছেন । আবার কখনও ছেলের আঁকা ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । এক কথায় লকডাউনে সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় বেবো । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন তিনি ।

তবে লকডাউনে বাড়িতে বসে থাকতে একেবারেই ভালো লাগছে না করিনার । তাই সময় পেলেই তিনি ঘুরে আসছেন স্মৃতির সরণি বেয়ে । হাতে কাজ না থাকলেই ঘুরতে যেতেন তিনি । কিন্তু, এখন লকডাউনের জেরে তাও সম্ভব হচ্ছে না । তবে এতদিন যে সব জায়গায় ঘুরতে গিয়েছিল সেখানকার সুন্দর স্মৃতি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তিনি ।

কখনও সইফের সঙ্গে ঘুরতে যাওয়া, আবার কখনও নিজের গার্ল গ্যাংয়ের । মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার পুরোনো ছবি পোস্ট করে জানিয়ে দিচ্ছেন যে তিনি ঘুরতে যাওয়াকে কতটা মিস করছেন । তাই আর পাঁচজনের মতো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন করিনাও ।

কাজের দিক থেকে লকডাউনের 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত চিলেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.