ETV Bharat / sitara

মায়ের মতো দেখতে নন, আফসোস সুহানার - suhana mad

সুহানা মনে করেন তাঁকে দেখতে একেবারেই মায়ের মতো নয় । আর এই বিষয়টা ভাবলেই পাগল হয়ে যান বলে জানিয়েছেন সুহানা ।

sdf
sdf
author img

By

Published : May 11, 2020, 3:32 PM IST

মুম্বই : ঠিক মা ও মায়ের সম্পর্ক নয় । গৌরির সঙ্গে সুহানার সম্পর্কটা বন্ধুত্বের । আর এই কথা তাঁরা নিজেরাও স্বীকার করেন । তবে সুহানা মনে করেন তাঁকে দেখতে একেবারেই মায়ের মতো নয় । এই বিষয়টা তাঁকে পাগল করে দেয় বলেও জানিয়েছেন তিনি ।

আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে গতকাল গৌরির একটি সাদা-কালো ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সুহানা । যেখানে ক্যাসুয়াল পোশাকে দেখা গিয়েছিল গৌরিকে । ছবির ক্যাপশনে সুহানা লেখেন, "সত্যি বলছি, আমি এটা ভেবেই পাগল হয়ে যাই যে আমাকে তোমার মতো দেখতে নয় ।" আর এভাবেই মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানান সুহানা ।

dsf
সুহানার পোস্ট

লকডাউনের মধ্যে এখন অবশ্য বাড়িতেই রয়েছেন সুহানা । এই সময় সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে । কয়েকদিন আগে বাড়িতে একটু অন্য ধরনের মেকআপ করেন তিনি । এরপর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন "এক্সপেরিমেন্টিং"।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন সুহানা । গত বছর মুক্তি পায় তাঁর 'দা গ্রে পার্ট অফ ব্লু' শর্ট ফিল্মটি । এই শর্ট ফিল্মের মাধ্যমেই অভিনয় পা রাখেন তিনি ।

মুম্বই : ঠিক মা ও মায়ের সম্পর্ক নয় । গৌরির সঙ্গে সুহানার সম্পর্কটা বন্ধুত্বের । আর এই কথা তাঁরা নিজেরাও স্বীকার করেন । তবে সুহানা মনে করেন তাঁকে দেখতে একেবারেই মায়ের মতো নয় । এই বিষয়টা তাঁকে পাগল করে দেয় বলেও জানিয়েছেন তিনি ।

আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে গতকাল গৌরির একটি সাদা-কালো ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সুহানা । যেখানে ক্যাসুয়াল পোশাকে দেখা গিয়েছিল গৌরিকে । ছবির ক্যাপশনে সুহানা লেখেন, "সত্যি বলছি, আমি এটা ভেবেই পাগল হয়ে যাই যে আমাকে তোমার মতো দেখতে নয় ।" আর এভাবেই মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানান সুহানা ।

dsf
সুহানার পোস্ট

লকডাউনের মধ্যে এখন অবশ্য বাড়িতেই রয়েছেন সুহানা । এই সময় সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে । কয়েকদিন আগে বাড়িতে একটু অন্য ধরনের মেকআপ করেন তিনি । এরপর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন "এক্সপেরিমেন্টিং"।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন সুহানা । গত বছর মুক্তি পায় তাঁর 'দা গ্রে পার্ট অফ ব্লু' শর্ট ফিল্মটি । এই শর্ট ফিল্মের মাধ্যমেই অভিনয় পা রাখেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.