ETV Bharat / sitara

তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা বি-টাউনের - b-town

জন্মদিনে তাপসীকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাল বি-টাউনের সেলেবরা । সোশাল মিডিয়ায় দেখালেন তাঁদের ভালোবাসা ।

তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন
author img

By

Published : Aug 1, 2019, 9:44 PM IST

মুম্বই : অভিনেত্রী তাপসী পান্নু আজ 32 বছরে পা দিলেন । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউনের সেলেবরা ।

অভিষেক বচ্চনকে তাপসীর সঙ্গে 'মনমরজ়িয়া'-তে অভিনয় করতে দেখা গেছে । তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসীর ছবি শেয়ার করেন । সঙ্গে ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন পান্নু জি । এরকমই পাগল থেকো তাপসী ।"

tapsee
তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন

তাপসীর 'জুড়বা-২'-র কো-স্টার বরুণ ধাওয়ান বার্থডে গার্লের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন । লেখেন, "শুভ জন্মদিন তাপসী ।" তিনি আরও লেখেন, "আশা করি তুমি ভালো খাবার পাবে আজ ।"

tapsee
তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন

ভূমি পেদনেকরকে তাপসীর সঙ্গে পরবর্তী ছবি 'সান্ড কি আঁখ'-এ দেখা যাবে । তিনি অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "আমার পছন্দের কো-স্টারকে শুভেচ্ছা জানাচ্ছি । আমার প্রকাশো.. আমার বেবে শুভ জন্মদিন.. আমরা তোমাকে ভালোবাসি তাপসী ।"

tapsee
তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন

তিনি আরও লেখেন, "আর বেবে তন বুড়ো হয়, মন বুড়ো হয় না ।"

পরিচালক অনুভব সিনহা টুইট করেন, "শুভ জন্মদিন তাপসী । খুশি থাকো । রেস্টলেস থাকো । লড়াই করতে থাকো আর ডেলিভার করতে থাকো । অনেক ভালোবাসা ।"

  • Happt Birthday @taapsee
    Khush raho. Restless raho. Ladti raho aurr lagataar deliver karti raho. Dheron pyar.

    — Anubhav Sinha (@anubhavsinha) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবি নির্মাতা সুজয় ঘোষ টুইট করেন, "শুভ জন্মদিন তাপসী... কেক ও আনন্দ... খাও ও ছড়াও ।"

  • happy birthday @taapsee ... cake and happiness... eat and spread...

    — sujoy ghosh (@sujoy_g) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'মিশন মঙ্গল'-এ অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, কীর্তি কুলহারি, নিথ্যা মেনন ও শরমন জোশির সঙ্গে তাপসীকেও দেখা যাবে । ছবিটি 15 অগাস্ট মুক্তি পাবে ।

মুম্বই : অভিনেত্রী তাপসী পান্নু আজ 32 বছরে পা দিলেন । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউনের সেলেবরা ।

অভিষেক বচ্চনকে তাপসীর সঙ্গে 'মনমরজ়িয়া'-তে অভিনয় করতে দেখা গেছে । তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসীর ছবি শেয়ার করেন । সঙ্গে ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন পান্নু জি । এরকমই পাগল থেকো তাপসী ।"

tapsee
তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন

তাপসীর 'জুড়বা-২'-র কো-স্টার বরুণ ধাওয়ান বার্থডে গার্লের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন । লেখেন, "শুভ জন্মদিন তাপসী ।" তিনি আরও লেখেন, "আশা করি তুমি ভালো খাবার পাবে আজ ।"

tapsee
তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন

ভূমি পেদনেকরকে তাপসীর সঙ্গে পরবর্তী ছবি 'সান্ড কি আঁখ'-এ দেখা যাবে । তিনি অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "আমার পছন্দের কো-স্টারকে শুভেচ্ছা জানাচ্ছি । আমার প্রকাশো.. আমার বেবে শুভ জন্মদিন.. আমরা তোমাকে ভালোবাসি তাপসী ।"

tapsee
তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বি-টাউন

তিনি আরও লেখেন, "আর বেবে তন বুড়ো হয়, মন বুড়ো হয় না ।"

পরিচালক অনুভব সিনহা টুইট করেন, "শুভ জন্মদিন তাপসী । খুশি থাকো । রেস্টলেস থাকো । লড়াই করতে থাকো আর ডেলিভার করতে থাকো । অনেক ভালোবাসা ।"

  • Happt Birthday @taapsee
    Khush raho. Restless raho. Ladti raho aurr lagataar deliver karti raho. Dheron pyar.

    — Anubhav Sinha (@anubhavsinha) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবি নির্মাতা সুজয় ঘোষ টুইট করেন, "শুভ জন্মদিন তাপসী... কেক ও আনন্দ... খাও ও ছড়াও ।"

  • happy birthday @taapsee ... cake and happiness... eat and spread...

    — sujoy ghosh (@sujoy_g) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'মিশন মঙ্গল'-এ অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, কীর্তি কুলহারি, নিথ্যা মেনন ও শরমন জোশির সঙ্গে তাপসীকেও দেখা যাবে । ছবিটি 15 অগাস্ট মুক্তি পাবে ।

Intro:Body:

tapsee pannu


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.